• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৫:৫৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

সংবাদ প্রকাশে পর কুড়িগ্রামের একটি হাই স্কুলে দুদকের বিশেষ অভিযান, প্রাথমিক সত্যতা অনুসন্ধান

রিপোর্টার : আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি
সংবাদ প্রকাশে পর কুড়িগ্রামের একটি হাই স্কুলে দুদকের বিশেষ অভিযান, প্রাথমিক সত্যতা অনুসন্ধান প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

দুর্নীতি ও ঘুষ গ্রহনের মাধ্যমে নিয়োগ প্রদানের অভিযোগে কুড়িগ্রামের উলিপুর উপজেলার কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে অভিযান চালিয়েছে দুদক।

বুধবার (১৩ মার্চ) কুড়িগ্রামের উলিপুরের  কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে এ অভিযান পরিচালনা করা হয়।

দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম জানান, দুদকের এনফোর্সমেন্ট ইউনিট থেকে বুধবার অভিযোগের বিষয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কুড়িগ্রামের উলিপুরের কদমতলা দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককের বিরুদ্ধে বিদ্যালয়ে চাকরি দেওয়ার নামে এক লাখ টাকা ঘুষ নেওয়ার অভিযোগ পায় দুদক। খবর পেয়ে দ্রুত কুড়িগ্রাম দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে এনফোর্সমেন্ট টিম অভিযান চালায়। 

দুদকের সদস্যরা প্রধান শিক্ষক ও নিয়োগপ্রত্যাশী কয়েকজন প্রার্থীর সঙ্গে অভিযোগের বিষয়ে কথা বলেন। এসময় নিয়োগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করা হয়। এসব সংগ্রহ করা তথ্য-উপাত্ত ও রেকর্ডপত্র পর্যালোচনা করে দুদকের টিম কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবে।

সারাদেশ

শিক্ষা

স্কুল

আরও পড়ুন