• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১০:০৯
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

টঙ্গীবাড়ির পাঁচগাও ইউনিয়নের সাতুল্লা ব্রিজ থেকে আদাবাড়ি রাস্তার বেহাল দশা

রিপোর্টার : ফাহাদ মোল্লা
টঙ্গীবাড়ির পাঁচগাও ইউনিয়নের সাতুল্লা ব্রিজ থেকে আদাবাড়ি রাস্তার বেহাল দশা প্রিন্ট ভিউ

ফাহাদ মোল্লা 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের  সাতুল্লা ব্রিজ   থেকে আদাবাড়ি পর্যন্ত  যাতায়াত প্রধান সড়কের ইটের ও মাটির রাস্তাটি  প্রায় ৩ কিলোমিটার রাস্তা ছোট বড় গর্তে বেহাল দশায় দুর্ভোগের যেনো শেষ নেই। এতে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে স্কুল-কলেজ শিক্ষার্থী, স্থানীয় এলাকাবাসীসহ হাজার হাজার পথচারীদের। দীর্ঘদিন যাবৎ এই রাস্তাটি সংস্কার না করায় একমাত্র  যোগাযোগের গুরুত্বপূর্ণ রাস্তাটির এমন বেহাল দশা থাকলেও সংশ্লিষ্টদের নজর নেই।


দীর্ঘদিন থেকে সড়কটি সংস্থার না করায় বিভিন্ন অংশ ইট  উঠে গিয়ে বড় বড় খানাখন্দে পরিণত হয়েছে।


সরেজমিনে  গিয়ে দেখা যায়,রাস্তাটি এমন ভয়ঙ্কর হয়ে দাঁড়িয়েছে যেকোনো সময় দুর্ঘটনা কবলে পড়তে পারে যানবাহন, রাস্তাটি হাঁটার জন্য অন্য পুযোগী হয়ে দাঁড়িয়েছে বিভিন্ন জায়গা মাটি সরে গেছে অনেক আগেই। এখন সেখানে সৃষ্টি হয়েছে ছোট-বড় খানাখন্দের। ফলে রাস্তাটিতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। বৃষ্টি হলে পানি জমে দুর্ভোগ চরমে পৌঁছায়।সংস্কারের অভাবে সড়কের প্রায় ৩ কিলোমিটার  খানাখন্দে ভরে গেছে। ছোট-বড় গর্ত এড়িয়ে যানবাহন চলছে এঁকেবেঁকে। আবার অনেক জায়গায় গাড়ি চলার সময় কাদাময় হয়ে যাচ্ছে। সে গর্তে যাত্রীবহনকারী রিক্সাসহ তিন চাকার যানবাহনগুলো উল্টে ঘটছে দুর্ঘটনা। ঝুঁকি নিয়েই পথচারীদের  যেতে হচ্ছে এই রাস্তাটি দিয়ে।


ইউপি সদস্য দুলাল রাড়ী জানান রাস্তাটি দ্রুত মেরামত না হলে একেবারে নষ্ট হয়ে যাবে হাজার হাজার মানুষের যাতায়াত বন্ধ হয়ে যাবে। স্কুল শিক্ষিকা লাবনী, বৃষ্টি  বলেন এমন খারাপ রাস্তা আমি আর কখনো দেখিনি রাস্তাটি দিয়ে হেঁটেও চলা যায় না।  স্থানীয় এক মুদি দোকানদার সুমন বলেন এই রাস্তাটি যদি কার্পেডিং  করা হয় তাহলে আমাদের জন্য অনেক ভালো হয়। স্থানীয় বিপ্লব রাড়ি  জানান রাস্তাটি যদি কার্পেডিং  হয় তাহলে এলাকার জনগণের জন্য খুবই উপকার হয় এই রাস্তাটি দিয়ে আগে  ইজিবাইক, রিকশা-ভ্যানসহ বিভিন্ন যানবাহন এই রাস্তা দিয়ে যাওয়া-আসা করতো  বর্তমানে রাস্তাটি  চলাচলের একেবারে অনুপোযোগী  হয়ে পড়েছে।পাঁচগাঁও ইউনিয়নের চেয়ারম্যান সুমন হালদার জানান এই রাস্তাটি২ টি ইউনিয়নের সাথে সংযুক্ত আমাদের পাশের ইউনিয়ন কামারখারা এই রাস্তাটি পড়াই দেড় কিলোমিটার পাঁচগাঁওইউনিয়নে প্রায় দেড় কিলোমিটার সংযুক্ত আছে এই রাস্তাটি আমার জানা মতে দুইবার টেন্ডার হয়েছে তবে কি কারণে কাজ হচ্ছে না তা আমার জানা নেই। সরকারের কাছে আমার চাওয়া যেভাবেই হোক এই রাস্তাটি দ্রুত কারপেটিং এলাকার জনগণকে দুর্ভোগ  থেকে রক্ষা করুক।

সারাদেশ

আরও পড়ুন