• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১১:১২
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় চিনিপাতা ও মহরম দই ঘরকে জরিমানা।

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
বগুড়ায় চিনিপাতা ও মহরম দই ঘরকে জরিমানা। প্রিন্ট ভিউ

নবদিগন্ত ডেস্কঃ

বগুড়ায় ওজনে কম দিয়ে প্রতারণা করার দায়ে তিনটি দই কারখানাকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

জানা গেছে, মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বগুড়ার সাতমাথায় বিভিন্ন দইয়ের দোকানে এ অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ। এসময় চিনিপাতা দইঘর, আলহাজ্ব মহরম আলি দই ঘর এবং আদি আসল মহরম আলি দইঘরের ঘোষণাকৃত মোড়কে ৬৫০ গ্রাম ওজন উল্লেখ থাকলেও প্রকৃতপক্ষে ৫৩০ গ্রাম পাওয়া যায় যেখান ১২০ গ্রাম পর্যন্ত ওজন কম ছিল। প্রতারনা করে ওজন কম দেওয়ার অপরাধে চিনিপাতা দইঘরকে ৭,০০০ টাকা, আলহাজ্ব মহরম আলি দই ঘরকে ৬,০০০ টাকা, আলহাজ্ব মহরম আলি দই ঘরকে ৫,০০০ টাকা করে মোট ১৮০০০ টাকা জরিমানা আদায় করা হয়।

এ বিষয়ে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী জানান, ভোক্তার অধিকার সংরক্ষণের জন্য এমন অভিযান অব্যাহত থাকবে। উক্ত অভিযান পরিচালনায় জেলা পুলিশের একটি চৌকস দল সহযোগিতায় ছিল বলে তিনি জানান।

জাতীয়

বাংলাদেশ

ভিন্ন স্বাদের খবর

বাজার দর

আরও পড়ুন