• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৬:৫৬
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

ফরিদপুরে মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী চাকুরি না করেও বেতন উত্তোলনের অভিযোগ।

রিপোর্টার : আব্দুস সালাম
ফরিদপুরে মাধ্যমিক শিক্ষা অফিসের নৈশপ্রহরী চাকুরি না করেও বেতন উত্তোলনের অভিযোগ। প্রিন্ট ভিউ

আব্দুস সালাম, স্টাফ রিপোর্টার:

ফরিদপুর জেলা চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের গাড'-নৈশপ্রহরী স্বপন কুমার সরকার প্রায় চার বছর হলে কর্মস্থল উপস্থিত না হয়েও নিয়মিত বেতন চলছে। 

সরেজমিনে, চরভদ্রাসন মাধ্যমিক শিক্ষা অফিসে গাড' কাম-নৈশপ্রহরী স্বপন কুমার সরকার উপস্থিত নেই। উপস্থিত আছে স্ত্রী মালতি রানী বাড়ৈ।চরভদ্রাসন  উপজেলা বি, এস ডাঙ্গী গ্রামের  বিমল চন্দ্র বিশ্বাস চরভদ্রাসন  উপজেলা মাধ্যমিক শিক্ষাঅফিসার বরাবর নিকটওজেলামাধ্যমিকশিক্ষাঅফিসার এবং সব'শেষ জেলা প্রশাসক বরাবর চরভদ্রাসন মাধ্যমিক শিক্ষা অফিসের গাড'-কাম নৈশপ্রহরী স্বপনকুমার সরকার গত ২৪/১/২০২০ইংহতে অদ্যাবদী কর্মস্থল

অনুপস্থিত নাথেকে বেতন তুলছে। এব্যপারে চর ভদ্রাসন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো:  দেওয়ান জাহাঙ্গীর জানান, অভিযোগ পেয়েছি অভিযোগ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বছরের পর বছরউপস্থিত না হয়ে কিভাবে বেতন তুলছে এর সঠিক উত্তর দিতে পারিনি। এ ব্যাপারে জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বিষ্ণুপদ ঘোষাল জানান,অভিযোগ পেয়েছি চরভদ্রাসন উপজেলা মাধ্যমিক  শিক্ষা কর্মকর্তা মো: দেওয়ান জাহাঙ্গীর  এব্যপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিবে। এব্যাপারে চরভদ্রাসন উপজেলার বিএস ডাংগী গ্রামের বিমল চন্দ্র বিশ্বাস জানায়, চরভদ্রাসন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, জেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, সর্বশেষ জেলা প্রশাসক বরাবরে লিখিত অভিযোগ দিয়েছি। 

আইনঅনুযায়ী ব্যবস্থা গ্রহণ করার জন্য।  আইন অনুযায়ী    ব্যবস্থা নাহলে হাইকোর্টে যাব। সরকারী চাকুরীর বিধি অনুযায়ী মানছেনা চরভদ্রাসন উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসের গাড' -নৈশ প্রহরীস্বপন কুমার। এক সাংবাদিক চাকুরী নাকরে বেতন তুলতে সহযোগীতা করছে।

এব্যাপারে এলাকাবাসীর দাবী করছে,চাকুরী না করে বেতন তুলছে, এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি করছে।

জাতীয়

স্কুল

মাধ্যমিক

আরও পড়ুন