• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৬:৩৮
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

নৌকার প্রতি সবকিছু বিসর্জন দিতে রাজি- ড. হাবিবুর রহমান মোল্লা।

রিপোর্টার : রাকিব হাসান সাগর
নৌকার প্রতি সবকিছু বিসর্জন দিতে রাজি- ড. হাবিবুর রহমান মোল্লা। প্রিন্ট ভিউ

 রাকিব হাসান সাগর

নারায়ণগঞ্জ-২, আড়াইহাজার  ১০ টি ইউনিয়ন ও দুটি পৌরসভা নিয়ে গঠিত হয়েছে। ২০০৮ সাল থেকে নারায়ণগঞ্জ-২,আওয়ামী লীগ এর ঘাঁটি হিসেবে সুপরিচিত। এই আসনের বর্তমান সাংসদ সদস্য নজরুল ইসলাম বাবু আত্মীয়-করণে বেশ সমালোচিত।  এই আসনের তরুণ নির্ভীক সৎ শিক্ষিত কৃষিবান্ধব তরুণসহ সব বয়সীদের ভালোবাসার নাম কৃষিবিদ ড .হাবিব মোল্লা। ড. হাবিব মোল্লা নির্বাচন করবে শুনে এলাকাবাসী বেশ উচ্ছ্বসিত।  এলাকাবাসী মনে করেন তার মতো এমন একজন প্রার্থী তারা মনে মনে চাচ্ছিলেন। ড. হাবিব মোল্লা তরুণ, সৎ, পরিচ্ছন্ন মিষ্টিভাষী, ধার্মিক, উচ্চ শিক্ষিত, কৃষি প্রেমী সব গুণ তার মাঝে বিরাজ করছে। তিনি গ্রামের সব মানুষকে সাথে নিয়ে চলতে পছন্দ করেন। তার কাছে ধনি-গরীব কোন ভেদা ভেদ নেই। ড. হাবিব মোল্লা  বলেন মানব সেবায় নিয়েজিত রাখতে পারাটা আমার বড় সৌভাগ্যের ব্যাপার। আমি এই আড়াইহাজারের সন্তান, আড়াইহাজার আমার সব, জনগণের পাশে দাঁড়ানোই আমার অঙ্গিকার। আমার আসল শক্তি এই আড়াইহাজারের জনগণ। আমি আমার মৃত্যু পর্যন্ত এই আড়াইহাজারের মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই। যদি বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনে করেন আমি হাবিব মোল্লাকে দরকার এই নারায়ণগঞ্জের ২ আসনের সমস্ত আওয়ামী লীগ পরিবারকে একত্রিত করার, তাহলে আমাকে মনোনীত করবেন এটাই  আমার আশা । আর যদি মনোনয়ন অন্য কাউকে দেয় আমি নৌকার জন্যই কাজ করে যাব আজীবন।আমি ব্যক্তিগত ভাবে কিছু পাওয়ার আশায় রাজনীতিতে আসি নাই জনগণকে ভালোবেসে জনগণের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে রাজনীতিতে এসেছি। আমি আগেই বলেছি আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সৈনিক উনি যেমন দেশকে ভালবেসে দেশের জন্য ত্যাগ স্বীকার করে গেছেন এবং বঙ্গবন্ধুকন্যাও যেমন দেশগঠনে ত্যাগ স্বীকার করে যাচ্ছেন, আমিও প্রিয় আড়াইহাজারে জনগণকে ভালোবেসে ত্যাক স্বীকার করে যেতে চাই, ভোগে নয় ত্যাগেই শান্তি। আমি নির্বাচিত হলেও আমার দায়িত্ব বেড়ে যাবে, নির্বাচিত না হলেও আমি আমার জায়গায় একই থাকব ইনশাল্লাহ। আমার প্রচারণা করেন সাধারণ জনগণ যারা আমাকে ভালোবেসে সামনের দিকে আমাকে এগিয়ে দিচ্ছে। আমি কৃষি নিয়ে পড়াশোনা করেছি কারণ আমাদের দেশ কৃষি সমৃদ্ধ দেশ এই একটা পেশা সহজে আমাকে মানুষের কাছে নিয়ে যেতে পারে। আমার এলাকায়  আমাকে যেন সুখে দুখে সব সময় পাশে পায়, সেই লক্ষ্য নিয়ে আমি কাজ করছি। আমি একটা কথা বলতে চাই, মাননীয় প্রধানমন্ত্রী কৃষকরত্ন শেখ হাসিনা বাংলাদেশ ও বাংলাদেশের জনগণের জন্য যা করেছেন তা সব দৃশ্যমান। শেখ হাসিনার সরকার, বার বার দরকার। আমাদের মার্কা নৌকা মার্কা পদ্মা মেঘনা যমুনা নেত্রী মোদের শেখ হাসিনা।

রাজনীতি

আরও পড়ুন