• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১০:০১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির ছাত্র হত্যাকান্ডে আক্রান বাজারে ছাত্রদের আন্দোলন

রিপোর্টার : রাকিবুল ইসলাম
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভর্সিটির ছাত্র হত্যাকান্ডে আক্রান বাজারে ছাত্রদের আন্দোলন প্রিন্ট ভিউ

স্ট্যাফ প্রতিনিধিঃ

গতকাল ঢাকা সাভারে অর্ন্তভুক্ত ড্যাফোডিল ইউনিভার্সিটির ছাত্রদের আন্দোলনে আক্রান বাজারে ভাংচুর ও অগ্নিসংযোগের অপ্রিতকর ঘটনা ঘটে। এ ঘটনার অনুসন্ধানে জানা যায় সাভারে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে ডেকে নিয়ে হত্যার অভিযোগে প্রায় দেড় শতাধিক দোকান পাট ভাঙচুর ও লুটপাট করেছে শিক্ষার্থীরা।এঘটনায় ঐ এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। নতুন করে সংঘর্ষ এড়াতে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। সন্ধ্যায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকায় এঘটনা ঘটে। পুলিশ বলছে,গেল মাসের ২৬ তারিখে সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া এলাকার ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বস্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের মেধাবী শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরের সাথে আক্রান এলাকায় কয়েক জন যুবকের প্রচন্ড ঝগড়া হয়। পরে তাকে সেই দিনেই আবারও আক্রান এলাকায় ডেকে নেন ওই যুবকরা। এসময় তাকে ডেকে নেওয়ার পরে তারা শিক্ষার্থী হাসিবুল হাসান অন্তরকে ব্যাপক মারধর করে ফেলে যান। পরে খবর পেয়ে তার সহপাঠিরা তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করলে সেখানে তার অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন তাকে নিজ জেলা ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করলে গতকাল বিকেলে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এঘটনায় আজ আসামীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বিরুলিয়া ও আশুলিয়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে শিক্ষার্থীরা এক পর্যায়ে লাঠি সোটা নিয়ে আক্রান এলাকায় হামলা চালিয়ে দেড় শতাধিক দোকানপাট ভাঙচুর করে ব্যাপক লুটপাট চালায়। এসময় তারা সড়কে আগুন জ্বালালে খবর পেয়ে সাভার মডেল থানার অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় ওই এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। বন্ধ রয়েছে সকল দোকানপাঠ। এঘটনায় শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগের দাবিতে ক্যাম্পাসে অবস্থান নিয়েছে।

এ বিষয়ে সাভার মডেল থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন,শিক্ষার্থী হত্যার ঘটনায় আসামীদের আটকের চেষ্টা চলছে। তবে মারধর করা যুবকদের পরিচয় জানা যায়নি।

জাতীয়

স্বাস্থ্য

সারাদেশ

ডিগ্রী

ঢাকা সিটি

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী

হেলথ

মৃত্যু

ঢাকা শিশু হাসপাতাল

বাংলাদেশ

আরও পড়ুন