• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:২৪
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলিফ টাওয়ার উদ্যোগে পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা   দিবস উপলক্ষে  আলিফ টাওয়ার উদ্যোগে পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রিন্ট ভিউ

নিজস্ব প্রতিবেদকঃ

২১ ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা   দিবস উপলক্ষে  আলিফ টাওয়ার উদ্যোগে  পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর এর আয়োজন করা হয়। রোজ শুক্রবার 

সবাই উক্ত অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি   ১ মিনিট নিরবতা পালন করে সম্মান প্রদর্শন করেন, উক্ত অনুষ্ঠানে  প্রধান অথিতি হিসবে উপস্থিত  ছিলেন আলিফ টাওয়ার এর কর্ণধার জনাব মি.মোহাম্মদ মহিউদ্দিন সাহেব বিশিষ্ট  সমাজ সেবক ও শিক্ষা অনুরাগি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  জনাব মাসুদ আলি বিশিষ্ট ব্যবসায়ী , আরো উপস্থিত ছিলেন জনাব আফজাল হোসেন , ফারুক ব্যবসায়ী ,সোলেমান, নওশাদ খান, অত্র এলাকার গন্ন মান্ন মুরুব্বি বেক্তিগন,পুরস্কার বিতরেন এর সময় প্রধান অতিথি জনাব মি.মহিউদ্দিন বলে ১৯৫২ সালে রফিক জাব্বার সালাম বরকত তারা ভাষার জন্য প্রাণ দিয়েছেন, ১৯৯৯ সালে ১৭ নভেম্বর  জাতিসংঘ আমাদের বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেয় , আমরা বাংলায় কথা বলি আমরা আপাদমস্তক বাঙালি  এটা কেউ অস্বীকার  করতে পারবেন না ও ভুলে গেলে চলবেনা।যে জাই করেন দেশের প্রতি সম্মান ভালোবাসা সব সময় প্রদর্শন করবেন এই দেশ আমাদের মা বাংলা আমার মুখের ভাষা , আমরা যেমন আমাদের গর্ভধারিনী মাকে সম্মান ও ভালোভাসি আমাদের দেশ টা কে এমন করে সম্মান ভালবাসতে  হবে।আমরা প্রতিদিন  জিবনে সবাই যুদ্ধ  করে যাচ্ছি নিজেদের ভালো রাখার জন্য  কিন্তু আসল যোদ্ধা  তারা জারা নিজের কথা না ভবে নিজের পরিবার এর কথা না ভেবে নিজের জিবন বাজি রেখে বাংলা ভাষাকে  আমাদের মুখের ভাষা করার জন্য শহীদ হয়েছেন তাদের এই ঋণ  আমরা কোনদিন শোধ  করতে পারবনা।শারা বিশ্বে আমরাই এমন এক জাতি যারা ভাষার জন্য জীবন দিয়েছি আন্দোলন করেছ।  দীর্ঘ ৯ মাস যুদ্ধ করার পর   ৩০ লাখ শহীদের  রক্তের বিনিময়ে ২ লাখ মা বন দের সম্ভ্রম  হানির মাধ্যমে  আজকে একটা স্বাধীন বাংলাদেশ  পেয়েছি  দেশ পেয়েছি তাদের ভুলে গেলে চলবেনা।আমরা কাজের জন্য ব্যবসার জন্য  পরিবার পরিজন ছেরে দেশের মানুষ ও দেশ থেকে দূরে থাকি তাই বলে দেশ কে ভুলে যায়নি দেশ আমার সব সময় অন্তরে থাকে।আমি একটা জিনিস খেয়াল করেছি  দিন দিন যুব সমাজ মাদক এর সাথে মিসে জাচ্ছে,এটা মানা যায়না যে মাদকের  সাথে জরিয়ে যাবে, তাহলে যে কোন  ভাবে তাকে ভালো পথে ফিরিয়ে আনতে হবে।আমরা যদি নিজেরা সচেতন হই তাহলে মাদক আমাদের সমাজ থেকে দূর হবে আপনার  সন্তান আপনার ভাই কার সাথে মিসে কার সাথে কোথায়  জায় তা পরিবারকে খোজ নিতে হবে ।মাদক  নির্মূল   করা একা সম্ভব না এটা সম্বলিত ভাবে চেষ্টা  করতে হবে।আজকে আমি আনন্দিত যে এত সুন্দর আয়োজন হয়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে  এখানে বিনোদন  পাবে সবাই হাসিখুশি থাকবে, যারা  বিভিন্ন খেলায় অংশ গ্রহন করেছন তাদের কে ধন্যবাদ  যারা জিতেছেন তারা আজকে পুরস্কার নিয়ে ফিরবেন জারা হেরে গেছে তারা মন খারাপ করবেন না আগামি বার হয়ত এই পুরুস্কার আপ্নাদের হাতে উঠব। প্রথম বার এমন আয়োজন করা হয়েছে ভুলত্রুটি গুলি ক্ষমার দৃষ্টিতে  দেখবেন কারান জারা আয়জন করেছে তারা আপনাদেরই ভাই চাচা মামা সামনে বার ইনশাআল্লাহ খুব সুন্দর করে বর পরিসরে সবাইকে নিয়ে করার ইচ্ছা আছে।  অনুষ্ঠানের সভাপতি  ব্যবসায়ী  মাসুদ আলি বলেন আমি অনেক বছর বিদেশের মাটিতে ছিলাম দেশে এসে দেখি ভাই ভাতিজা অনেক বর হয়েগছে আজকে তারা এত সুন্দর আয়োজন করেছেন তাদেখে আমি মুগ্ধ সত্যি অনেক খুশি হয়েছি যে যাদের  অনেক ছট দেখেছি তারা দাইত্ত নিয়ে অনেকি সুন্দর  একটা প্রোগ্রাম এর আয়জন করছে তাদেরকে বাহবা জানাই।প্রতি বছর এমন করে আয়জন হক এটাই চাই, জুবক জারা আছে তাদের উদেশে বলি সবাই খেলা ধুলা করেন বেসি করে তাতে মন ভালো থাকবে শরির ভালো থাকবে তাহলে আর  কেউ মাদক ও অন্যায়  কাজে জরাবে না।প্রধান অতিথি বিশেষ  অতিথি ও আয়জক দের হাতে সম্মাননা সারক তুলে দেয়া হয়। এরপর সবুজ দল ফুটবল খেলে প্রথম স্থান অধিকার করে সবুজ দল রানার আপ, হাস খেলা,হারিভাংা,উঠো বস, মোরগ লড়াই, মহিলাদের বালিশ খেলা,সহ যারা বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে প্রথম দ্বিতীয় তৃতীয় হয়েছেন তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়,আয়োজক ছিলেন জমতুল্লাহ,সোহেল, রাজু,সাগর,জুনায়েদ,এহসান,জিহাদ,রাতুল,সোহান,

জাতীয়

বিনোদন

সারাদেশ

আরও পড়ুন