• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৭:০৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

টাঙ্গাইলে বাসে আগুন

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
টাঙ্গাইলে বাসে আগুন প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল (ক্রাইম রিপোর্টার) টাঙ্গাইল:

টাঙ্গাইলের দেলদুয়ারে যাত্রীবাহী  বাসে আগুন লাগার খবর ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে পড়েছে।

সোমবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল- মহাসড়কে উপজেলার ডুবাইল ইউনিয়নের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। 

জানা যায়, পোশাককর্মীদের নামিয়ে বাসটি মহাসড়কের নাটিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দাঁড় করিয়ে রাখা হয়েছিল। হঠাৎ রাত সাড়ে ১১টা দিকে বাসে ভেতরে ঘুমিয়ে থাকা হেলপার আগুন দেখতে পেয়ে চিৎকার দেন। পরে চিৎকারের শব্দে স্থানীয়রা আগুন দেখতে পেয়ে ফায়ার সার্ভিসকে মোবাইল করলে ১৫ মিনিটের আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

এ বিষয়ে দেলদুয়ার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাসেল মিয়া জানান, স্থানীয়দের সংবাদে আমরা ১৫ মিনিটের মধ্যে এসে বাসটির আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বাসে শুধু হেলপার ছিল সে আগুন দেখেই বের হয়ে আসায় কোন হতাহত নেই। তবে বাসের ভেতর অনেকাংশই পুড়ে গেছে।

দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, ধারণা করা হচ্ছে যে- নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এমন ঘটিয়েছে।

সারাদেশ

আরও পড়ুন