• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৫:২৮
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সদরপুর ভূমিদস্যু সোরহাব ও সিদ্দিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
সদরপুর ভূমিদস্যু সোরহাব ও সিদ্দিকের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী প্রিন্ট ভিউ

আঃসালাম, স্টাফ রিপোর্টারঃ

সদরপুরে দড়িকৃষ্ণপুরগ্রামের  মৃত্যু রহিম মাতুবরের ছেলে সিদ্দিক মাতবর (৫৫)সোরহাব মাতুবরের(৫২)অত্যাচারে অতিষ্ঠএকইগ্রামের মৃত ময়ন খা ছেলেবাবলু(৫৫)ওলাবলু(৪৮)পার্শ্ববর্তী দ্বারিক সরকারের ডাংগি গ্রামের মৃতউকিল খার ছেলেতারামিয়া(৫৮) মজিবুর খা(৫৪)ওয়াজেদ খা(৫০)এদের জমিতে জোর করেদখলের পায়তারা চালাচ্ছে। 

সরজমিনে রবিবার দুপুর২টায়দ্বারিক সরকারের ডাঙ্গি গ্রামের মৃত্যু উকিল খারছেলে তারা মিয়াখা(৫৮) সদরপুর থানায় লিখিত অভিযোগেদাখিল করে অভিযোগের  পরিপ্রেক্ষিতেএএসআই তাজুল ইসলাম   সঙ্গী ও সোস'নিয়ে ঘটনা স্পটে পরিদর্শন করে।

দেখা যায়,দ্বারিক সরকারের ডাঙ্গী গ্রামের  উকিল খান ছেলে তারামিয়াখার(৫৮) ক্রয়কৃত ওপ্রৌতৃক জমিতে রোপনগাছওবাঁশঝাড় কর্তন করছে দড়িকৃষ্ণপুর গ্রামের  রহিম মাদবরের ছেলে  সিদ্দিক মাতবরওসোরহাবমাতুবরেরনেতৃত্বে । 

পুলিশ গাছ ও বাঁশ ঝাড়  কর্তন করতে নিষেধ করেন।আরওআরওজানাযায়,দড়িকৃষ্ণপুর  গ্রামের মৃত্যু নয়ন খান ছেলে বাবলু(৫৫)ওলাবলুর(৪৮)বসতভিটাতাদের বাপ-দাদাওতাদেরপিতামার কবরস্থান সম্মলিত স্থান দখলেরচেষ্টা করে ওয়ালতৈরীকরেছেওপরিবারের সবাইকে মারধর করে দখলে নেয়ার চেষ্টা করছে। এ ব্যাপার বাবলু (৫৫)সদরপুর থানায় অভিযোগ করেছিলেন। অভিযোগের তো বিচার পায়নি বরংউল্টো  মামলা করে হয়রানি করছে।

এব্যাপারেকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান   সামাজিকভাবে বিচারে ব্যবস্থা  বসলো তার বিচার মানেনিমৃত্যু রহিম মাতুবরের ছেলেভূমিদস্যু সোরহাবও সিদ্দিক মাতুবর।এদের অত্যাচার এলাকাবাসী অতিষ্ঠ ।  এব্যাপারে কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখতারুজ্জামান কেআইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের বিষয়ে জানালে তিনি জানায়,আইন-শৃঙ্খলা বিঘ্নকারীদের আইনের আওতায় আনা দরকার। 

এলাকাবাসী সোরহাবওসিদ্দিক মাতবরসহ আইন শৃঙ্খলা  বিঘ্নকারীদেরবিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছে।   

সারাদেশ

আরও পড়ুন