• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১১:০৪
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সখীপুরে ফাইলার মেলায় গাঁজা সেবনকারীদের আস্তানা ভেঙে দিয়েছে পুলিশ।

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
সখীপুরে ফাইলার মেলায় গাঁজা সেবনকারীদের আস্তানা ভেঙে দিয়েছে পুলিশ। প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল,ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)

 টাঙ্গাইলের সখীপুরে ফাইলার মেলায় অভিযান চালিয়ে ৫০-৬০টি গাঁজা সেবনের আস্তানা ভেঙে দিয়েছে পুলিশ। 

 গতকাল শুক্রবার (১৯জানুয়ারি) বিকেলে গাঁজা সেবনকারীদের অস্থায়ী ঝুপড়ি ঘর (আস্তানা) ভেঙে দেয়া হয়। 

  জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই সাতদিন ধরে উপজেলার প্রত্যন্ত অঞ্চল দাড়িয়াপুর গ্রামে ফাইলা পাগলার মেলা শুরু হয়েছে। গত ৭৪ বছর ধরে চলা এ মেলায় দেশের বিভিন্ন জেলার প্রচুর লোকের সমাগম ঘটে। যানা যায়,গত সাতদিন ধরে মেলা চললেও ১৫ দিন আগে থেকেই মাজারের চারপাশে কমপক্ষে তিন হাজার দোকানপাট বসেছে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে প্রতিদিন বিভিন্ন ভক্ত আশেকান ওই মেলায় মানতের মোরগ, মুরগী ও খাসি নিয়ে আসছে।

  সখীপুর থানার অফিসার্স ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান বলেন, মেলা প্রাঙ্গণ থেকে ২০০গজ পূর্বে ৫০-৬০টি ছাপরা ঘর করে সেখানে গাঁজা খাওয়া ও বিক্রি চলছিল। গোপন সংবাদ পেয়ে গতকাল শুক্রবার বিকেলে অভিযান চালিয়ে গাঁজা খাওয়ার ওইসব ঘর ভেঙে দেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো মেলার কোন অনুমতি দেওয়া হয়নি। আগামীকালের মধ্যে মেলার অনুমতি না পাওয়া গেলে মেলা বন্ধ করে দেওয়া হবে।

   মেলা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক সাইফুল শামীম  বলেন, মেলায় কোন অসামাজিক কার্যকলাপ চলতে দেওয়া হবে না। মেলার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে  পুলিশের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। মেলার অনুমতির জন্য কয়েক দিন আগেই জেলা প্রশাসকের কাছে আবেদন করা হয়েছে। আগামীকালের মধ্যেই মেলার অনুমতি পাবো বলে আশা করছি।

সারাদেশ

আরও পড়ুন