• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ১২:৫৪
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

রাজারহাটে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত

রিপোর্টার : মোশাররফ হোসেন
রাজারহাটে ভূমিকম্প ও অগ্নি নির্বাপক বিষয়ক মহড়া অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

মোশাররফ হোসেন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি :

আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে কুড়িগ্রামের রাজারহাটে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে রাজারহাট সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে দুর্যোগ ব্যবস্থাপণা ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবায়নে এ মহড়ার আয়োজন করে  রাজারহাট উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

মহড়ায় উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব জাহিদ ইকবাল সোহরাওয়াদী (বাপ্পি) উপজেলা নির্বাহী কর্মকর্তা কাবেরী রায়, রাজারহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জনাব গোলাম মোস্তফা, লিডার আখতারুজ্জামান সওদাগর, মাসুদ রানা সহ রাজারহাট ফায়ার স্টেশনের অন্যান্য ফায়ার ফাইটারগন উপস্থিত ছিলেন। 

জনসাধারণসহ স্কুলের শিক্ষার্থীদের  সচেতনতা  বাড়াতে মহড়ায় ভূমিকম্প ও অগ্নিকান্ডের সময় করনীয় বিভিন্ন বিষয় উপস্থাপন করা হয়। স্থানীয়দের পাশাপাশি বিশেষ করে স্কুলের শিক্ষার্থীদের সম্পৃক্ত করে দুর্যোগের সময় করনীয় বিষয়ে তাদের ধারণা দেয়া হয়।

রাজারহাট  ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার গোলাম মোস্তফা জানান, আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবসে স্কুলের শিক্ষার্থীরা স্থানীয় মানুষজনকে সচেতন করতে বিশেষ ভূমিকা রাখতে পারে। একারণে বিভিন্ন   বিদ্যালয়ে এমন আয়োজন করা হয়ে থাকে ।

জাতীয়

আরও পড়ুন