• ঢাকা
  • সোমবার , ২৯ এপ্রিল ২০২৪ , রাত ১২:৪৬
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রিপোর্টার : মো খোকন মিয়া
ব্রাহ্মণবাড়িয়ায় ৭ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার প্রিন্ট ভিউ

মো খোকন মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি ১৭ ডিসেম্বর ২০২৩আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়ার সংসদীয় সব আসন থেকে জাকের পার্টি ও একটি আওয়ামী লীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক মনোনয়ন প্রত্যাহার করেছে নিয়েছেন।রোববার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জাকের পার্টি ও বিকালে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে থেকে তারা মনোনয়ন প্রত্যাহার করে নেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজু মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন আশুগঞ্জ উপজেলা চেয়ারম্যান হানিফ মুন্সি।এদিকে জাকের পার্টির প্রত্যাহার করা প্রার্থীরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে জাকির হোসেন চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া-২ আসন জহিরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসন থেকে সেলিম কবির, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসন থেকে জাহাঙ্গীর আলম, ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন থেকে জামসেদ মিয়া ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে আব্দুল আজির।জেলার ছয় আসনের মধ্যে পাঁচ প্রার্থী উপস্থিত থেকে মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। একজন দেশের বাইরে থাকায় অনলাইনের মাধ্যমে চিঠি পাঠিয়ে প্রত্যাহার করেন।ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শাহজাহান আলম সাজুর মনোনয়ন প্রত্যাহার বিষয়ে বলেন, আমাদের দলীয় সিদ্ধান্ত মোতাবেক আমি মনোনয়ন প্রত্যাহার করেছি। এই আসনটি মহাজোটের শরীক জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে। আমরা মহাজোটের পক্ষে কাজ করব দলীয় সিদ্ধান্ত অনুসারে। জেলা জাকের পার্টির সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে মনোনয়ন প্রত্যাহার করা প্রার্থী জাকির হোসেন চৌধুরী বলেন, আমরা কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী দেশের সব আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করেছি। ব্রাহ্মণবাড়িয়ায় আমরা পাঁচজন প্রার্থী উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহার করেছি। আরেকজন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের প্রার্থী দেশের বাইরে থাকায় অনলাইনে আবেদন করে প্রত্যাহার করেছেন তিনি।তিনি বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আমরা মনোনয়ন প্রত্যাহার করেছি। নির্বাচন কমিশনের প্রতি আস্থা আছে কিনা তা বুঝতেই পারছেন। আমরা কোনো সমঝোতার নির্বাচনে অংশ নিবো না। আমরা নিজস্ব সামর্থ্য দিয়ে নিরপেক্ষ ভোটের পরিবেশে নির্বাচন করব যদি কখনো হয়।

সারাদেশ

ফলাফল

বাংলাদেশ

আরও পড়ুন