• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:২৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ার কালাই ঘোনপাড়ায় জমজমাট মাদক ও জুয়ার আসর।।

রিপোর্টার : মো কাউসার মিয়া দিপু
বগুড়ার কালাই ঘোনপাড়ায় জমজমাট মাদক ও জুয়ার আসর।। প্রিন্ট ভিউ

 বগুড়া প্রতিনিধি ঃ

বগুড়া জেলার কাহালু থানার কালাই ঘোনপাড়া গ্রাম ও শিবতলা হাটে পাশে মহা শ্বর্শানে পিছনে জমে উঠেছে মাদক ও জুয়ার আসর। প্রতিদিন সন্ধার পরেই আসেপাশের এলাকা থেকে মাদক সেবনকারী ও জুয়ার ব্যবসায়ীরা এসে আসর বসায়। প্রতিরাতে লাখ লাখ টাকার কারবার চলছে বলে জানিয়েছেন এলাকাবাসী। জানা গেছে, কালাই ঘোনপাড়া ও শিবতলা হাট এর অবস্থান কাহালু, দুপঁচাচিয়া ও শিবগঞ্জ থানার সীমান্ত এলাকা। জায়গাটি কাহালু থানার অধিনে হলেও দুপঁচাচিয়া ও শিবগঞ্জ থানার লোকদের আধিপত্য চলে এই জুয়ার আসরে। তিনদিঘী-দুপচাচিয়া সড়ক থেকে ঘোনপাড়া ও শিবতলা হাট এলাকার যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় এলাকাটি আইন শৃঙ্খলা বাহিনীর নজর কম থাকে। আর এই সুযোগেই এলাকাটি টার্গেটে রাখে মাদক ব্যবসায়ীরা। দীর্ঘদিন যাবত এখানে বিনা বাধায় এই জুয়ার আসর ও মাদক ব্যবসা পরিচালিত হওয়ায় এলাকার যুবকরা জড়িয়ে পড়ছে মাদক সেবন ও জুয়া খেলায়। এই জুয়ার আসরকে কেন্দ্র করে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। অন্যদিকে নৈতিক অবখয় ঘটছে যুবক ছেলেদের মাঝে। তারা পিতা-মাতা ও পরিবারের লোকজনদের সাথে ভালো ব্যবহার করছে না। জানা যায়, কাহালু থানার পুলিশ ঘোনপাড়া ও শিবতলা হাট এলাকায় অভিযান চালানোর পরিকল্পনা করলে মাদক ব্যবসায়ীরা তা আগেই জেনে যায়। তখন তারা নাগর নদী পার হয়ে দুপঁচাচিয়া ও শিবগঞ্জ থানার সীমানায় অবস্থান নেয়। ফলে তাদের আটক করা সম্ভব হয় না। অভিযান চালালে কিছু দিন বন্ধ থেকে আবার শুরু হয় মাদক ব্যবসা ও জুয়ার আসর। এলাকাবাসী জানায় সাবেক চেয়ারম্যান আবু তাহের সরদার (হান্নান) এর সময় কালে এখানে মাদক ও জুয়ার আসর গড়ে ওঠে এখনো চলছে।এলাকাবাসীর তথ্য মতে, মাদক ও জুয়ার আসরটি পরিচালনা করেন কালাই ঘোনপূর্ব পাড়ার বাসিন্দা মো: সুমন পিতা- মো মুনছুর ও মো: ফটো মিয়া পিতা- মো: বুলু মিয়া। যোগাযোগ করা হলে মো: সুমন জানান, ‘আমি কি একাই এই জুয়ার ভাগ পাই? সবাই পায়।’ সবাই কে কে পায় জানতে চাইলে তিনি বলেন, ‘কে কে আবার চেয়ারম্যান-মেম্বারকে কিছু দিতে হয়। আরো অনেকে নেয় সেগুলো বলা যাবে না।’এবিষয়ে কালাই ইউনিয়নের চেয়ারম্যান মো. জোবাইদুল ইসলাম (সবুজ) জানান, ‘আমার ইউনিয়নের কোথাও মাদক ও জুয়ার আসর বসে বলে আমার জানা নাই। থাকলে অপরাধীদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিবো। তারা মিথ্য কথা বলেছে এমন কারো সাথে আমার পরিচয় বা যোগাযোগ নাই।’

তিনি আরো বলেন, ‘আপনাদের মাধ্যমে বিষয়টি আমি জানতে পারলাম। বিষয়টি যদি সত্যি হয়। আমি কাহালু থানার ওসি সাহেবকে জানাবো তিনি ব্যবস্থা নিবেন ইনশাআল্লাহ।’

স্বাস্থ্য

সারাদেশ

হেলথ

বাংলাদেশ

মাদক

আরও পড়ুন