• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১১:২৯
ব্রেকিং নিউজ
হোম / স্বাস্থ্য

কুড়িগ্রামে চিকিৎসকসহ ৫৪ টি পদ শূন্য, জোড়াতালি স্বাস্থ্যসেবা

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে চিকিৎসকসহ ৫৪ টি পদ শূন্য, জোড়াতালি স্বাস্থ্যসেবা প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও কর্মচারী সংকটে জোড়াতালি দিয়ে চলছে চিকিৎসাসেবা। এ বিষয়ে কতৃপক্ষের উদাসীনতার অভিযোগ উঠেছে। ১৩ বছর ধরে অচল অবস্থায় পড়ে রয়েছে হাসপাতালের এক্স-রে মেশিন। এতে কাঙ্ক্ষিত চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলাবাসী। দ্রুত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারী সংকট নিরসনে ও অচল এক্স-রেটি সচল করার দাবি জানিয়েছেন স্থানীয়রা। 

জানা গেছে, ১৯৮৪ সালে ৩১ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সটি নির্মাণ করা হয়। উপজেলার জনসংখ্যা বৃদ্ধি ও ধারণ ক্ষমতার কথা বিবেচনা করে ২০১০ সালে এটিকে ৫০ শয্যায় উন্নীত করে সরকার। সেই থেকে চিকিৎসক ও কর্মচারীর সংকট থাকায় কোনো রকমে চলছে স্বাস্থ্য সেবার কাজ। চিকিৎসকসহ মোট ১৩৮ জন কর্মচারী থাকার কথা থাকলেও বর্তমানে মাত্র ৭ জন চিকিৎসকসহ মোট ৮৪ জন কর্মচারী কর্মরত আছে। 

১৪ জন চিকিৎসকসহ মোট ৫৪ জন কর্মচারী পদে শূন্য থাকায় উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এ অঞ্চলের মানুষ। ফলে চরম ভোগান্তি নিয়ে উপজেলার নিম্ন ও মধ্যবিত্ত ও পরিবারগুলোকে বাধ্য হয়ে অতিরিক্ত অর্থ ব্যয়ে কুড়িগ্রাম সদর, লালমনিরহাট ও রংপুর যেতে হচ্ছে।

স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, শূন্য চিকিৎসকের পদগুলো হলো আবাসিক মেডিকেল অফিসার ১ জন, জুনিয়ার কনসালটেন্ট (ফিজিক্যাল মেডিসিন) ১ জন, কনসালটেন্ট (মেডিকেল) ১ জন, কনসালটেন্ট (অর্থো-সার্জারি) ১ জন, কনসালটেন্ট (কার্ডিওলজি) ১ জন, কনসালটেন্ট (শিশু) ২ জন, কনসালটেন্ট (ইএনটি) ১ জন, কনসালটেন্ট  (চক্ষু) ১ জন, কনসালটেন্ট (চর্ম ও যৌন) ১ জন, মেডিকেল অফিসার ১ জন, সহকারী সার্জন ৩ জন। 

অন্যদিকে উপজেলার ৬টি ইউনিয়নে একজন করে উপ-স্বাস্থ্য সহকারী সার্জন কর্মরত থাকার কথা থাকলেও আছে শুধুমাত্র ফুলবাড়ী ইউনিয়নে ১ জন সহকারী সার্জন কর্মরত। বাকি ৫ টি ইউনিয়নে সহকারী সার্জনের ৫টি পদ শূন্য থাকায় দরকারি সেবা থেকে বঞ্চিত ওই ইউনিয়নের মানুষ।

এ ছাড়াও সহকারী স্বাস্থ্য পরিদর্শক পদে ৩টি, স্বাস্থ্য সহকারী পদে শূন্য রয়েছে ১০টি। সিনিয়র স্টাফ নার্স মঞ্জুরীকৃত ২৫টি পদের বিপরীতে কাজ করছেন ২৩ জন, শূন্য পদ রয়েছে ২টি। এ ছাড়াও প্রধান সহকারী, ক্যাশিয়ার, মেডিকেল টেকনোলজিস্ট (ডেন্টাল), মেডিকেল টেকনোলজিস্ট (ফিজিও), স্যানিটারি ইন্সেপেক্টর, হেলথ অ্যাডুকেটর , সহকারী নার্স, জুনিয়র মেকানিক, অফিস সহকারী-কাম-কম্পিউটার অপারেটর, স্বাস্থ্য পরিদর্শক, ফুলবাড়ী ইউনিয়ন উপ-স্বাস্থ্য (স্যাকমো), বড়ভিটা ইউনিয়ন উপ-স্বাস্থ্য (স্যাকমো) ও কাশিপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য (স্যাকমো) পদসমূহে ১টি করে পদ খালি রয়েছে। 

এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুমন কান্তী সাহা জানান, পর্যাপ্ত চিকিৎসকসহ  কর্মকর্তা-কর্মচারীর সংকট থাকলেও চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছি। সে ক্ষেত্রে কর্মরত চিকিৎসকরা দ্বিগুণ চাপ সহ্য করে রোগীদের চিকিৎসা সেবা চালিয়ে যাচ্ছে। চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীর সংকটের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে। সেইসঙ্গে অচল অবস্থায় পড়ে থাকা এক্স-রে মেশিনটির ব্যাপারে কর্তৃপক্ষকেও জানানো হয়েছে। আশাকরি সব সমস্যা দ্রুত কেটে যাবে বলে আমার বিশ্বাস। 

কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. হামিদুল হক খন্দকার জানান, নির্বাচনের আগে আমার প্রতিশ্রুতি ছিল স্বাস্থ্য খাতে আমূল পরিবর্তন আনার। যেহেতু জনগণ আমাকে নির্বাচিত করেছে, সেহেতু অন্যান্য উন্নয়নের পাশাপাশি কুড়িগ্রাম জেলা শহরে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ ফুলবাড়ী ও রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সংকট দূর করব।

সারাদেশ

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়

স্বাস্থ্যমন্ত্রী

হেলথ

স্বাস্থ্য পরামর্শ

আরও পড়ুন