• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সন্ধ্যা ০৭:২৫
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়ন কর্মবিরতির ডাক।

রিপোর্টার : নুরে আলম সিদ্দিকী সবুজ
সোনাতলা সরকারি নাজির আখতার কলেজে বেসরকারি কর্মচারী ইউনিয়ন কর্মবিরতির ডাক। প্রিন্ট ভিউ

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ায় সোনাতলায় সরকারি নাজির আখতার কলেজে বেসরকারি কর্মচারীদের চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যাতিরেকে নতুন নিয়োগ বন্ধের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করা হয়েছে। আজ বুধবার সকালে এই কর্মসূচির একাত্বতা ঘোষণা করেন সরকারি নাজির আখতার কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়ন সংগঠন। আন্দোলনে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে কর্মবিরতি আন্দোলনে বক্তব্য রাখেন সরকারি নাজির আখতার কলেজ বেসরকারি কর্মচারী ইউনিয়নের সভাপতি মোঃ মহসিন আলী , সাধারণ সম্পাদক মোঃ শিমন আহম্মেদ বাদল এসময় বক্তারা জানান চাকুরী রাজস্বখাতে স্থানান্তর ও বহুদিন যাবৎ অস্থায়ীভাবে কর্মরতদের ব্যাতিরেকে নতুন নিয়োগ বন্ধ করে অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ প্রদান করে স্থানান্তরের পূর্ব পর্যন্ত সরকারি বেতন স্কেল অনুযায়ী বেতনভাতাদি প্রদান করতে হবে। বক্তারা জানান আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এই কর্মসূচি পালন করা হবে। এসময় কলেজের বেসরকারি কর্মচারীরা সবাত্বক আন্দোলনে অংশগ্রহণ করেন।

জাতীয়

আরও পড়ুন