• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ০৯:১৭
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ভূঞাপুরে ফিলিস্তিনীবাসীর ওপর ইজরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন।

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে ফিলিস্তিনীবাসীর ওপর ইজরাইলের হামলার প্রতিবাদে মানববন্ধন। প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল (টাঙ্গাইল) প্রতিনিধি:

ফলিস্তিনে নিরীহ মুসলিমদের ওপর ইসরায়েলি হামলার প্রতিবাদে এবং আগ্রাসন বন্ধের দাবিতে, যুদ্ধ চাই না, শান্তি চাই এই স্লোগানে ফিলিস্তিনিদের  উপর ইসরাইলের ক্রমাগত জুলুম নির্যাতন, নির্বিচারে হত্যা ও দখলদারিত্বের প্রতিবাদে সুশাসনের জন্য নাগরিক “সুজন” এর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২১ অক্টোবর (শনিবার) ভূঞাপুর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন প্রধান সড়কে দক্ষিণ সুজন এর আয়োজনে মানববন্ধনে কর্মসূচি হয়েছে। 

সুজন উপজেলা কমিটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা মহিউদ্দিন আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী তালুকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুল ইসলাম বাবুল, সুজন এর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আব্দুর রাজ্জাক, পৌর সুজনের সভাপতি আব্দুস সালাম, সুজনের উপজেলা কমিটির সহ-সভাপতি আখতার হোসেন খান, দুপ্রক উপজেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, বিশিষ্ট সাংবাদিক অভিজিৎ ঘোষ,আব্দুল লতিফ তালুকদার, প্রতিভা যুব ও ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা রেজওয়ানুল করিম রানা, ভুয়াপুর ব্লাড ব্যাংক সংগঠনের সভাপতি সাইফুল্লাহ রাব্বী অনিক, মানবতায় সেবায় ভূঞাপুর ফাউন্ডেশনের সভাপতি সাইমুর রাহাত রায়হান, ইবরাহীম খাঁ'র আলোকিত ভূঞাপুর গ্রুপের এডমিন পলি আক্তার প্রমুখ।

মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ সোহেল,বিশিষ্ট সমাজসেবক

 খায়রুজ্জামান ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক ভূঁইয়া, ভূঞাপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক তাপস নারায়ণ দে, সরকার, বিকশিত নারী নেটওয়ার্ক টাঙ্গাইল জেলা কমিটির সভাপতি আনজু আনোয়ারা ময়না, সুজন উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক হালিমুর রশিদ রিপন, দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর এরিয়া সমন্বয়কারী মাহমুদ আলী, সুজন এর পৌর কমিটির যুগ্ম সম্পাদক কামরান পারভেজ ইভানসহ সমাজের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ। 

মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনিবাসীর উপর যে হত্যাযজ্ঞ জুলুম নির্যাতন সংগঠিত হচ্ছে তা বন্ধের লক্ষ্যে জাতিসংঘ সহ সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান। সেইসাথে বিশ্ববাসীকে যার যার অবস্থান থেকে ফিলিস্তিনিবাসীর পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানানো হয়।

মানববন্ধন শেষে ফিলিস্তিনবাসীর উপর হত্যাযজ্ঞের নিহত শহীদদের আত্মার শান্তি কামনা ও বিশ্ববাসীর কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন ভূঞাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম শহিদুল ইসলাম ভূঞাপুরী।

সারাদেশ

আরও পড়ুন