• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:১৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে সরকারী গাছ কর্তন।

রিপোর্টার : আব্দুস সালাম
উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানের নাম ভাঙ্গিয়ে সরকারী গাছ কর্তন। প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালামঃ ফরিদপুরেরবোয়ালমারীউপজেলাশেখর ইউনিয়নের শেখর গ্রামের মৃত্যু মনির উদ্দিনের ছেলেমোঃ তিলাব শেখ,(৪৫) উপজেলা প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে

শেখর,রূপাপাত  ইউনিয়নের কাচা,পাকা সড়কের পাশ থেকে ছোট বড় সকল ধরনের গাছকেটে নিছে রাতের অন্ধকারে।  কেটে নিয়ার অভিযোগ ,সন্ধ্যা শুরু  হলেই শুরু হয় তিলাবের গাছ কাটার অভিযান। সকাল হতে না হতে গেছের কোন চিন্ন রাখে না।তিলাবের কাছে গাছ কাটার বিষায় জানতে চাইলে বলেন প্রশাসন ও ইউনিয়ন চেয়ারম্যান কে ম্যানেচ করে আমি গাছ কাটি,এলাকা সূত্র জানা যায় বিভিন্ন প্রকার দেশীও যাতের গাছনির্বিঘ্নে কেটে নিয়ে যাচ্ছে। প্রশাসনকে বৃদ্ধা আঙ্গুলি দেখিয়ে।  প্রশাসন এগুলো দেখো না দেখার ভান করছে।এছাড়াও আছে তিলাব শেখের অবৈধ নারী পাচারওনারীব্যবসা।  তিলাব তার সংগে জড়িত,৮ নং শেখর ইউনিয়নের  চেয়ারম্যান জনাব,মোঃ কামাল আহম্মেদর মোবাইল তাহার বক্তবে তিনি বলেন, আমি অবৈধ কাজের সাথে জড়িত না এবং কাউকে অবৈধ কাজ করতে দিবনা,এবং আমার নাম ভাঙ্গিয়ে যারাএ কাজ করে তাদেরকে স্থানিও শালিশের মাধ্যমে বিচার হবে।রূপাপাত ইউনিয়নের চেয়ারম্যান জনাব,মিজানুর রহমান (সোনা) তিলাবের বিষয় বলেন,আমি তিলাব কে  চিনি না সে আমার বন্ধু না। উপজেলা নির্বাহী অফিসার মোশাররফ হোসেন এর সাথে মোবাইল ফোনে যোগাযোগ করলে জানান, আমি তিলাব কে তাকে চিনি না, সরকারী গাছ কাটার পাবলিকের কোন নিয়ম নেই।উপজেলা প্রশাসন ওবন বিভাগ ম্যানেচ করে এলজিডির রাস্তার  কোন  রোডের সাথের গাছ কাটতে পাড়ে নাগাছ কাটতে হলে এল,জি ডি, ওবনবিভাগ টেন্ডার মাধ্যমে এধরনের গাছ কাটতে পাড়ে।

প্রশাসন এবং বন বিভাগের এলজিইডি  টেন্ডারেরএবং বাহিরে এই ধরনের গাছ ক্ষমতা পাই কিভাবে এর কোন উত্তর দেয়নি।

সারাদেশ

আরও পড়ুন