• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , সকাল ১১:৪৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ সেলাইন পুস।।

রিপোর্টার : সামিউল ইসলাম সনিঃ
বগুড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ সেলাইন পুস।। প্রিন্ট ভিউ

সামিউল ইসলাম সনিঃ

সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন রুগীর শরীরে মেয়াদোত্তীর্ণ স্যালাইন পুস করা হয়েছে। গত রবিবার সকালে মমিনুর রহমান স্মরণ (২৫) নামে এক ব্যক্তি প্রচন্ড পেটের ব্যাথা জনিত কারণে অসুস্থ হয়ে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন। তিনি উপজেলার কুতুবপুর ইউনিয়নের ছোট কুতুবপুর গ্রামের মোস্তাফিজুর মন্ডলের ছেলে । কর্তব্যরত চিকিৎসক  রুগী মমিনুর রহমান স্মরণ কে হাসপাতালে ভর্তি করান। ভর্তির চিকিৎসা অনুযায়ী কর্তব্যরত নার্স ওই রোগীর শরীরে একটি স্যালাইন পুস করে । স্যালাইনটি শেষ হলে আরেকটি স্যালাইন নিয়ে আসা হয়। রোগীর খিচুনি উঠলে রোগীর বন্ধু চেক করে দেখে স্যালাইনটির মেয়াদ উত্তীর্ণ তারিখ ছিলো ৫/২০২৩ পর্যন্ত। এ বিষযে হাসপাতালে রোগী ও স্বজনদের মধ্যে কানাকানি শুরু হলে  নার্স  তড়িঘড়ি করে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন সরিয়ে নেয়। স্থানীয় সাংবাদিকরা বিষয়টি জেনে কর্তব্যরত নার্সদের নিকট এই বিষয়ে সিনিয়র স্টাপ নার্স হাসিনা এর কাছে জানতে চাইলে তিনি জানান ৩-৪ মাস মেয়াদ উত্তীর্ণ স্যালাইন পুস করলে কোন ক্ষতি হবে না। রবিবার সন্ধ্যায় সাংবাদিকরা রোগীর শারীরিক অবস্থার খোঁজ নিতে গেলে রোগীকে হাসপাতালে পাওয়া যায়নি। সোমবার রুগীর মোবাইল ফোনে কথা বলে জানা যায় রুগী কে ঐদিনই রিলিজ করা হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহবুব হোসেন সরদার বলেন, সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রোগীর শরীরে এবং হাসপাতালে মেয়াদ উত্তীর্ণ স্যালাইন খুঁজে পাইনি। এলাকার সচেতন মহল বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছে।

জাতীয়

স্বাস্থ্য

সারাদেশ

আরও পড়ুন