• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৫:২৫
ব্রেকিং নিউজ
হোম / খেলাধুলা

সিলেট স্টেডিয়াম নিয়ে সন্তুষ্ট নিউজিল্যান্ড প্রতিনিধি দল

রিপোর্টার : অনলাইন ডেস্ক:
সিলেট স্টেডিয়াম নিয়ে সন্তুষ্ট নিউজিল্যান্ড প্রতিনিধি দল প্রিন্ট ভিউ

অনলাইন রিপোর্ট:

চলতি বছরের সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। আইসিসির ফিউচার ট্যুর প্লান অনুযায়ী, এশিয়া কাপ শেষে বাংলাদেশে আসার কথা রয়েছে নিউজিল্যান্ডের। বিশ্বকাপের কাপের আগে টাইগারদের সঙ্গে তিনটি ওয়ানডে খেলার কথা কিউইদের। সেই সিরিজের জন্য সিলেট মাঠের ব্যবস্থাপনা দেখতে বাংলাদেশের আসে নিউজিল্যান্ড প্রতিনিধি দল।  

স্টেডিয়ামসহ অন্যান্য বিষয় নিয়ে বেশ সন্তুষ্ট নিউজিল্যান্ড প্রতিনিধি দল। মাঠ পর্যবেক্ষণ শেষে ক্রিকেট অপারেশন্স বিভাগের ম্যানেজার শাহরিয়ার নাফীস গণমাধ্যমকে বলেন, ‘মাঠ পর্যবেক্ষণ করতে তারা এসেছেন। আমরা এখনো ভেন্যু চূড়ান্ত করিনি কিন্তু সিলেটে আমরা ম‌্যাচ আয়োজনের পরিকল্পনা করছি। এজন‌্য তারা সিলেটে এসেছেন। আমি বিশ্বাস করি এবং এখন পর্যন্ত তাদের থেকে ইতিবাচক সাড়া পেয়েছি। তারা এখানকার সুযোগ সুবিধায় সন্তুষ্ট। আমরা ভেন্যু চূড়ান্ত হলে অবশ‌্যই তাদেরকে আরও ভালো সুযোগ-সুবিধা দেব। বাংলাদেশ সব সময়ই ভালো আয়োজক। আশা করছি সেই ধারাবাহিকতা এই সফরেও থাকবে।’

সন্তুষ্টির কথা জানিয়ে নিউজিল্যান্ড প্রতিনিধি দলের একজন বলেন,  ‘এখানকার সুযোগ-সুবিধা দারুণ। আমরা এখানে দল পাঠিয়ে কিছু ম‌্যাচ খেলার পরিকল্পনাও করছি। এখানে নিশ্চিতভাবেই স্বস্তি পাবো। আমরা সব সময়ই বাংলাদেশ সফরে আগ্রহী। কখনো চিন্তার কিছু থাকে না।’  

খেলাধুলা

আরও পড়ুন