• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১০:৩৫
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০৬

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদন
বগুড়ায় ডিবি পুলিশের অভিযানে গাঁজা, ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার ০৬ প্রিন্ট ভিউ

বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) স্নিগ্ধ আক্তার পিপিএম ও অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল শরাফত ইসলাম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়া‘র পৃথক পৃথক মাদক বিরোধী অভিযানে ১৬, কেজি গাঁজা, গাঁজা বিক্রয়ের নগদ ২,হাজার টাকা, ৪০ বোতল ফেন্সিডিল ও ২,শত পিস ইয়াবা ট্যাবলেটসহ ৬ জন মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


বগুড়া ডিবি পুলিশের একটি টিম গত ১৩ জুলাই  ২২ টার সময় বগুড়া শাজাহানপুর থানার শাকপালা বাজারস্থ শাকপালা বাসস্ট্যান্ডের বিসমিল্লাহ শরবত হাউজের সামনে ফাকা জায়গায় হতে ১৪ কেজি গাঁজাসহ আসামী নূর আলম (২৭), ইব্রাহিম খলিল (৩৫) মনিরুজ্জামান মিয়া (২৩) দেরকে গ্রেফতার করে।


অপর একটি ডিবি পুলিশের টিম ১৩ জুলাই ১৭ টা ৫৫ মিনিটের সময় বগুড়া সদর থানার চক আকাশতারা গ্রামস্থ ধৃত আসামী শফিকুল ইসলাম এর বসত বাড়ি হতে ২, কেজি গাঁজা ও গাঁজা বিক্রয়ের নগদ ২, হাজার টাকাসহ আসামী শফিকুল ইসলাম(৪২)-কে গ্রেফতার করা হয়।


এছাড়া বগুড়া ডিবির আরো অপর একটি টিম ১৩ জুলাই ১৭ টা ৪৫ মিনিটের সময় বগুড়া সদর থানাধীন সেলিম হোটেল টু হাড্ডিপট্টিগামী পাকা রাস্তায় ভাংরীপট্টি আফজাল এর হার্ডওয়ারের দোকানের সামনে হতে ৪০ বোতল ফেন্সিডিলসহ আসামী সোহাগ ইসলাম (২২)-কে গ্রেফতার করা হয়।


অন্য ডিবি পুলিশের একটি টিম ১৩ জুলাই ১৯ টা ৫৫ মিনিটের সময় বগুড়া সদর থানার সাতমাথা হতে তিনমাথাগামী রাস্তার বিআরটিসি বাস ডিপো এর মেইন গেটের অপজিটে এপেক্স শো-রুম এর সামনে পাকা রাস্তার পাশে হতে ২,শত পিস ইয়াবা ট্যাবলেটসহ আসামী শাহজাহান আলী (৪৫)-কে গ্রেফতার করা হয়।


গ্রেফতারকৃত আসামীগণের বিরুদ্ধে বগুড়া শাজাহানপুর ও সদর থানায় পৃথক পৃথক মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


প্রকাশ থাকে যে, ধৃত আসামী  ইব্রাহিম খলিল (৩৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ২টি, ধৃত আসামী সোহাগ ইসলাম (২২) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি এবং ধৃত আসামী শাহজাহান আলী (৪৫) এর বিরুদ্ধে ইতিপূর্বে ১টি মামলা রয়েছে।

অর্থনীতি

রাজনীতি

স্বাস্থ্য

সারাদেশ

স্বাস্থ্য পরামর্শ

বাংলাদেশ

মাদক

আরও পড়ুন