• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৩:২৪
ব্রেকিং নিউজ
হোম / ধর্ম

সারিয়াকান্দিতে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজার বিসর্জন হয়েছে।

রিপোর্টার : সামিউল ইসলাম সনি
সারিয়াকান্দিতে শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপূজার বিসর্জন হয়েছে। প্রিন্ট ভিউ

সামিউল ইসলাম সনি

সারিয়াকান্দি ( বগুড়া ) প্রতিনিধিঃ সনাতন সম্প্রদায়ের সবচাইতে বড় উৎসব শারদীয়  দুর্গাপূজা। মঙ্গলবার বিজয়া দশমী, ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে সারিয়াকান্দি কালীতলা ঘাটে যমুনা নদীতে ৮টি এবং বাঙালি নদীতে  ৪টি মোট : ১২ টি প্রতিমা বিসর্জন দেওয়া হয়েছে। উপজেলার মোট ২৫ টি পূজা মন্ডপের সকল পূজা আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রেখে সুষ্ঠুভাবে বিসর্জন সম্পন্ন হয়েছে। বিসর্জন  পূর্বে বিকালে কালিতলা ঘাটে নৌকাতে করে পূজা মন্ডপের সামনে সনাতন ধর্মালম্বী নারী-পুরুষের সাথে আনন্দ উৎসবে মেতে ওঠে যমুনা নদীর তীরে । বিসর্জনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমান, পৌর মেয়র মতিউর রহমান মতি,  বগুড়া -জয়পুরহাট ফায়ার সার্ভিস এর সহকারি মহাপরিচালক ( এডি ) মোঃ মুনজিল হক, সহকারী পুলিশ সুপার গাবতলী ( সার্কেল ) নিয়াজ মেহেদী, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা রাকিবুল হাসান, ফায়ার স্টেশন অফিসার ( ভারপ্রাপ্ত ) মাসুদ পারভেজ, উপজেলা পূজা উদযাপন  কমিটির সভাপতি প্রভাত কুমার সাহা প্রমুখ।

ধর্ম

আরও পড়ুন