• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০১:১৭
ব্রেকিং নিউজ
হোম / শিক্ষা

ভূঞাপুরে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে প্রিন্ট ভিউ

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইলের ভূঞাপুর লোকমান ফকির মহিলা কলেজে একাদশ শ্রেণি ভর্তিতে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ উঠেছে কলেজ অধ্যক্ষ হাসান আলীর বিরুদ্ধে। 

বুধবার (২৭ সেপ্টেম্বর)কলেজ সুত্রে জানা যায় এ বছর একাদশ শ্রেণিতে ভর্তি প্রার্থীদের কলেজে ভর্তি হতে ফি নির্ধারণ করা হয়েছে ৩ হাজার ৭শ টাকা। এতে করে ক্ষোভ প্রকাশ করেছে শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা। তারা জানান, এই কলেজে নিতান্তই গরীব ঘরের মেয়েরা ভর্তি হতে আসে। আর তাদের উপর চালায় অধ্যক্ষর স্বেচ্ছাচারিতা।

 স্থানীয় ঘাটান্দী গ্রামের জাহাঙ্গীর হোসেন তার মেয়েকে বুধবার ভর্তি করাতে আসেন কলেজে, এসে কর্তৃপক্ষের সাথে বাক বিতন্ডায় জড়িয়ে যান। তিনি বলেন শিক্ষা বোর্ড ১ হাজার ৫শ টাকা নির্ধারণ করে দিয়েছেন, সেখানে কেন ৩ হাজার ৭শ টাকা দিতে হবে? অধ্যক্ষ উপজেলা নির্বাহী অফিসারকেও তোয়াক্কা করেন না বলে জানিয়ে দেন। গত দ্বাদশ শ্রেণির পরীক্ষার ফরম ফিলাপে অতিরিক্ত ফি আদায়ের চেষ্টা করে কলেজের শিক্ষার্থীদের ধর্মঘটের কারনে তা নিতে পারে নি।

কলেজ গভর্নিং বডির সভাপতি মশিউজ্জামান রুমেল জানান,  অধ্যক্ষ কারো কথা মানছে না তিনি তার কাজে অপ্রতিরোধ্য হয়ে গেছেন। আমরা আগামী মিটিংয়ে তার বিরুদ্ধে আনা অভিযোগ খতিয়ে দেখে অবশ্যই প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এব্যপারে অধ্যক্ষ হাসান আলীকে একাধিকবার মুঠো ফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেন নাই।

জাতীয়

পড়াশোনা

শিক্ষা

কলেজ

বাংলাদেশ

আরও পড়ুন