• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৯:০৮
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সাফল্যের (এক) বছর পূর্ণ

রিপোর্টার : রিপোর্টার মোঃআলামিন মন্ডল
গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সাফল্যের (এক) বছর পূর্ণ প্রিন্ট ভিউ

 মোঃআলামিন মন্ডল (গাইবান্ধা প্রতিনিধি) 

গাইবান্ধা জেলার দায়িত্বরত একজন চৌকস , সৎ, মেধাবী, নীতিবান, সদালাপী, নির্ভীক, দেশপ্রেমিক, কর্তব্যপরায়ণ, সুযোগ্য, উদ্যমী, ন্যায়পরায়ণ, দায়িত্বশীল ও মানবিক পুলিশ সুপার মোঃ কামাল হোসেন।পুলিশ যে জনগণের বন্ধু, আইন- শৃঙ্খলা রক্ষায় কাজ করার পাশাপাশি তারা যে মানবিক কাজের ক্ষেত্রেও পিছিয়ে নেই তার দৃষ্টান্ত স্থাপন করেছেন পুলিশ সুপার মোঃ কামাল হোসেন । পুলিশ সুপার মোঃ কামাল হোসেন দুস্থ অসহায় মানুষকে সহযোগিতার মতো মানবিক কাজগুলোও নৈতিক দায়িত্ব বলে মনে করেন।পুলিশ সুপার মহোদয়ের গাইবান্ধা জেলায় সাফল্যের ০১ (এক) বছর পূরণ হয়েছে। পুলিশ সুপার, জনাব মোঃ কামাল হোসেন মহোদয় গাইবান্ধা জেলায় যোগদানের পর থেকে আজ অবধি দায়িত্ব পালনে সাফল্যের এক বছর পূর্ণ করলেন। পুলিশ সুপার মহোদয়ের বর্ষপূর্তির এ মাহেন্দ্রক্ষণে সহকর্মীরা আয়োজন করেছে ভালোবাসায় ভরা আন্তরিকতাপূর্ণ স্মৃতিসুধাময় এক অনাড়ম্বর অনুষ্ঠানের। পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্স রুমে পুলিশ সুপার মহোদয়কে জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও এক বৎসর পূর্তি উপলক্ষে কেক কাটার আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মোঃ ইবনে মিজান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত),  জনাব আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), জনাব ধ্রুব জ্যোতির্ময় গোপ বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), জনাব উদয় কুমার সাহা, সিনিয়র সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), ডিআইও-১, ওসি ডিবি, অফিসার ইনচার্জ (সদর থানা), টিআই প্রশাসন, টিআই মটরযান শাখা, গাইবান্ধাসহ অন্যান্য অফিসার্সবৃন্দ।

খেলাধুলা

বিনোদন

আরও পড়ুন