• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১০:৩৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সদরপুরে আকোটের চর ইউনিয়নের মুজা মোল্লা আর নেই।

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
সদরপুরে আকোটের চর ইউনিয়নের মুজা মোল্লা আর নেই। প্রিন্ট ভিউ

আঃছালাম মোল্লা, স্টাফ রিপোর্টার ঃ

ফরিদপুর জেলার সদরপুরের আকোটেরচর ইউনিয়নের মোবারক মোল্লা ডাংগী গ্রামের মোবারেক মোল্লার ছোট ছেলে মোজাহার হোসেন মুজা মোললা গতসকাল ছয়টা পিজি হাসপাতালে হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। 

এই অঞ্চলের অন্যতম এক সম্ভ্রান্ত পরিবার মোবারেক মোল্লা। মোবারক মোল্লার ৮ছেলে মেয়ের মধ্যে  মোজাহার হোসেন মুজা মোল্লা সর্বকনিষ্ঠ। মোবারক মোল্লার স্ত্রী  শুকুর জান।মোবারক মোল্লার প্রথম ছেলে মুকদুম হোসেন মোল্লা,দ্বিতীয় ইয়াসিনহোসেনমোল্লা, তৃতীয় ছেলেসাবেকতফশিলদার মোকসেদুর রহমান মোকসেদ মোল্লা, চতুর্থ ছেলে চরভদ্রাসন সরকারী কলেজের প্রিন্সিপাল আজহারুল হক, পঞ্চম ছেলে মোজাহার হোসেন মুজা মোল্লা, মোবারক মোল্লার মেয়েদের নাম বড়ু খাতুন, মাজু খাতুন,  সাজু খাতুন। মোজাহার হোসেন মুজা  মোল্লা ব্রিটিশ আমলে বিএ পাস ছিলেন। সেই সময় দারোগার চাকরি পেয়েছিলেন। চাকরি না করে ব্যবসা করেছে। সংসার জীবনে স্ত্রী, ২টিসন্তানআবু জাফর রানা  ওশিবলীসাদিকএবংএক কন্যা সুইটি আক্তারসহঅনেক আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব রেখে গেছেন রেখেগেছেন।

এম এম বি  নামেএকটি ইট ভাটারব্যবসা করতেন ও দুটি মাদ্রাসার সভাপতি ছিলেন। এছাড়াওসমাজসেবামূলক কর্মকান্ডে জড়িত থাকতেন।এই শিক্ষিত  মহতি মানুষটির বাদ আছর চররামনগর সরকার প্রাথমিক বিদ্যালয়  

মাঠে জানাযার এলাকার, বিপুল সংখ্যকলোকউপস্থিত থেকে জানাজায়শরিক ছিলেন ফরিদপুরের কন্ট্রাকটর বাল্যবন্ধু কন্ডাক্টর আব্দুল লতিফ । আরেক বাল্যবন্ধু কলেজেরশিক্ষক  আব্দুস সামাদ   সদরপুর উপজেলা পরিষদেরচেয়ারম্যান শফিকুর রহমান । বিভিন্ন শিক্ষক গন , জনপ্রতিনিধিগন,বিভিন্ন ব্যবসায়ী বিভিন্ন পেশাজীবী সহ,সর্বস্তরে হাজার হাজার লোকের উপস্থিতি জানাজা অনুষ্ঠিত হয়। 

জানাজা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।  

মৃত্যু

আরও পড়ুন