• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৫:৩৫
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ।

রিপোর্টার : সামিউল ইসলাম সনি
সারিয়াকান্দিতে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ। প্রিন্ট ভিউ

সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি ঃ 

বগুড়া -১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান বলেছেন, শেখ হাসিনার সরকার কৃষিবান্ধব সরকার। বর্তমান সরকার মনে করেন, দেশের সার্বিক উন্নয়নে কৃষিখাতকে বিশেষ গুরুত্ব দিতে হবে । সে কারণে সরকার কৃষকদের আধুনিক প্রযুক্তিতে চাষাবাদের জন্য নানা রকম প্রশিক্ষণ দিচ্ছেন । যাতে করে কৃষক অল্প জমিতে বেশি ফসল উৎপাদন করতে পারে । তিনি রবিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে  রবি/২০২৩-২৪ মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক ৬ হাজার ৭শ' ৪০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।

উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুর রহমানের সভাপতিত্বে উক্ত বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু মন্ডল ,ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, শাহিনুর বেগম, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি  মমতাজুর রহমান মন্ডল , উপজেলা  কৃষক লীগের সভাপতি সাইফুল ইসলাম দুখু প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল হালিম । অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা কুদরত আলী।

সারাদেশ

আরও পড়ুন