• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ১১:১৩
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

রাজারহাটে জাতীয় যুব দিবস ২৩ অনুষ্ঠিত।

রিপোর্টার : মোশাররফ হোসেন
রাজারহাটে জাতীয় যুব দিবস ২৩ অনুষ্ঠিত। প্রিন্ট ভিউ

মোশাররফ হোসেন রাজারহাট (কুড়িগ্রাম) :

বুধবার ১ নভেম্বর সকাল এগারোটায় উপজেলা শহীদ মিনার চত্বরে জাতীয় যুব দিবস ২৩ উদযাপন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে "স্মার্ট যুব, সমৃদ্ধ বাংলাদেশ,, বঙ্গবন্ধুর বাংলাদেশ "। উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়ের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে  যুব ঋণের চেক বিতরণ, প্রশিক্ষণ কোর্স উদ্বোধন, সফল আত্নকর্মী, শ্রেষ্ঠ উদ্যোক্তা, শ্রেষ্ঠ যুব সংগঠক, শ্রেষ্ঠ যুব সংগঠনের মাঝে সম্মাননা স্বারক প্রদান ও মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ বিরোধী জনসচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজারহাট উপজেলা চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি। 

যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন ইতিবাচক দিক নিয়ে আলোচনা করেন প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এসএ বাবলু। তিনি বলেন যুব উন্নয়ন অধিদপ্তরের সুবিধা নিয়ে তার হাতে গড়া কয়েকটি প্রতিষ্ঠানে বেশ কিছু বেকারের কর্মসংস্থান সৃষ্টি করেছেন। তার মতে স্মার্ট বাংলাদেশ গঠনে আধুনিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষে যুবকদের যথাযথ  প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী হিসেবে গড়ে তুলতে হবে। স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দক্ষ যুবকদের ভূমিকা অগ্রণী। 

বক্তারা যুবকদের উন্নত প্রশিক্ষণের মাধ্যমে দেশের  অর্থনীতিকে আরও শক্তিশালী করার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আলহাজ্ব আবুনুর মোঃ আক্তারুজ্জামান সভাপতি বাংলাদেশ আওয়ামিলীগ রাজারহাট উপজেলা, অধ্যক্ষ আবুল কালাম আজাদ সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামিলীগ রাজারহাট উপজেলা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন  অধ্যক্ষ নজরুল ইসলাম সরকারি মীর ইসমাইল হোসেন ডিগ্রী কলেজ রাজারহাট, ডাঃ মোঃ মাহফুজার রহমান উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ওয়াহেদ সরকার মাননীয় জাতীয় সংসদ সদস্য কুড়িগ্রাম ২ এর প্রতিনিধি রাজারহাট, আশিকুল ইসলাম মন্ডল ভাইস চেয়ারম্যান রাজারহাট উপজেলা পরিষদ, ইয়াসমিন বেগম মহিলা ভাইস চেয়ারম্যান রাজারহাট উপজেলা পরিষদ, আব্দুল্লাহিল জামান ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজারহাট থানা,এনামুল হক চেয়ারম্যান রাজারহাট সদর ইউনিয়ন পরিষদ, মোঃ আব্দুস সালাম চেয়ারম্যান চাকিরপশার ইউনিয়ন পরিষদ প্রমূখ । 

সারাদেশ

আরও পড়ুন