• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০১:৫৯
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বগুড়া শেরপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত।

রিপোর্টার : শিবলু রহমান
বগুড়া শেরপুর হাইওয়ে থানার কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত। প্রিন্ট ভিউ

শিবলু রহমান, শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি।

হাইওয়ে পুলিশ বগুড়া রিজিয়ান  এর আয়োজনে শাজাহানপুর থানার এলাকাধীন হাইওয়ে রোডের বিভিন্ন বাজারের পাশে কমিউনিটি পুলিশিং সভা করা হয়। 

পুলিশিং সভার সিএনজি.অটো রিক্সা.ব্যাটারী চালিত তিন চাকার গাড়ী চালক ভাইদের নিয়ে বিভিন্ন দিকনির্দেশনা মুলক  কথা বলেন শেরপুর হাইওয়ে থানার ইনচার্জ এম এ ওয়াদুদ

তিনি বলেন রোডে গাড়ী ধরলে মামলা না দিয়ে আপনাদের কাছে থেকে এখন আর কুনো পুলিশ সদস্য টাকা চায়.চায় না। কাউকে টাকা দিতে হয় না মাসিক মালতীর কথা বলে কেউ আপনাদের কাছে টাকা চাইলে কেউ তাকে আমাদের কাছে ধরে দিবে এবং আমাদের কুনো পুলিশ সদস্য টাকা চায় তাহলে দয়া করে আমাকে ফোন করে জানাবেন। আইন ছাড়া যদি আমাদের কুনো পুলিশ সদস্য বেআইনি করে আপনাদের সাথে তাহলে আমাকে জানাবে এবং আপনাদেরকে হাইওয়ে পুলিশ সিগনাল দিলে সিগনাল না মেনে যে জীবন বাজি রেখে যে উল্টাপাল্টা গাড়ী চালাবেন না তাতে আপনাদের খতি হবে।জেনে রাখবেন একটা খতি সারাজীবনের কান্না।আপনারা পুলিশের সিগনাল মেনে চলবে।

শেরপুর থানার দায়িত্ব পূরনো এলাকায় এখন আর রোড ডাকাতি বা ছিনতাই হয় না। ইনশাআল্লাহ আগামীতেও আর হবে না.হাইওয়ে রোডে কুনো প্রকার ঝামেলা থাকবে না থাকতে দিবো আমি যদি এই হাইওয়ে থানাই থাকি আমি আশা করি এই কাজগুলো করার জন্য আপনারা আমাকে বিভিন্ন ভাবে হেল্প করবে।

এসময় আরো উপস্থিত ছিলেন  এস আই খায়রুল বাশার.এ এস আই আফজাল হোসেন.পুলিশ সদস্য রাশেদ সহ চালক ভাই.হাট বাজারের সচেতন লোকজন সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ প্রমূখ।

আলোচনাসভা

আরও পড়ুন