• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , রাত ০৩:৪৭
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বোর্ডের জায়গায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
বোর্ডের জায়গায় গড়ে উঠেছে অবৈধ স্থাপনা প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল,ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ভূঞাপুরে অবৈধভাবে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় গড়ে উঠেছে দোকানপাট সহ নানা স্থাপনা। এসব অবৈধ দোকান থেকে ভাড়া উত্তোলনসহ নতুন করে

দোকান বরাদ্দ দিচ্ছেন জেলা পানি উন্নয়ন বোর্ডের ভূঞাপুর ও গোপালপুর উপজেলার সুপারভাইজার হিসেবে পরিচয় দেওয়া মোঃ কাদের ওরফে রিপন নামের একজন  কর্মচারী। সরেজমিনে গিয়ে দেখা গেছে ভূঞাপুর পৌরসভা সংলগ্ন লৌহজং নদীর সুইট গেট এলাকায় কমপক্ষে ৮থেকে ১০টি দোকান গড়ে উঠেছে। কর্মচারী কাদের সুইটগেটের পাশেই সম্প্রতি আরও একটি নতুন করে টিনের দোকান নির্মাণ করে ভাড়া দিয়েছেন।

স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, দীর্ঘ কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণের জন্য সিকিউরিটি নিয়ে দোকান ভাড়া দিয়েছে এখানে দায়িত্বরত কাদের ওরফে রিপন। তিনি সরকারি বাসায় প্রায় ৮বছর ধরে রয়েছেন এবং বাসায় গরুর খামার। এসব দোকান থেকে প্রতিমাসে ভাড়া উত্তোলন করে আসছেন।

সুপারভাইজার পরিচয়দানকারী কার্যসহকারী মো. কাদের ওরফে রিপন বলেন, এরআগে এখানে যে দায়িত্বে ছিলেন তিনিও এসব দোকান থেকে ভাড়া আদায় করতো। আমি দায়িত্বে আসার পর থেকে ভাড়া উত্তোলন করে আসছি। ভূঞাপুর পৌরসভা পানি উন্নয়ন বোর্ডের অনেক জায়গা দখল করে রেখেছে। 

 টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌলশী মো. সাজ্জাদ হোসেন বলেন,    

 পানি উন্নয়ন বোর্ডের জায়গায় কোনো স্থাপনা করে ভাড়া দেওয়ার কোনো নিয়ম নেই। পানি উন্নয়ন বোর্ডের কোনো ব্যক্তি যদি এমনটা করে থাকে তাহলে তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন