• ঢাকা
  • রবিবার , ২৮ এপ্রিল ২০২৪ , ভোর ০৪:৫১
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ফল বিক্রি, ৩ দোকানিকে অর্থদন্ড।

রিপোর্টার : মো:খোকন. ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ফল বিক্রি, ৩ দোকানিকে অর্থদন্ড। প্রিন্ট ভিউ

মো:খোকন. ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ায় বেশি দামে ফল বিক্রি করায় ৩ দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। 

মঙ্গলবার(১৯ মার্চ) জেলা শহরের বিভিন্ন জায়গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত ইমন এন্টারপ্রাইজকে ৩ হাজার, আউয়াল ফল ভান্ডারকে ৩ হাজার ও মায়ের দোয়া ফল ভান্ডারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী ব্রাহ্মণবাড়িয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মো. মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে জেলা শহরের কোর্টরোড, মসজিদ রোড, মঠের গোড়াসহ বিভিন্ন জায়গায় রমজান মাসে এক শ্রেণির অসাধু ফল ব্যবসায়ী তরমুজসহ বিভিন্ন ফল বেশি দামে বিক্রি করছে।

পরে সেখানে অভিযানকালে সঠিক মূল্য তালিকা না থাকা ও ক্রয় মূল্যের সঙ্গে বিক্রয় মূল্যের ফারাক থাকায় ৩ ফলের দোকানিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানার পাশাপাশি তাদের সর্তকও করা হয়। ভোক্তা অধিকার অধিদফতরের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান।

জাতীয়

অর্থনীতি

আরও পড়ুন