• ঢাকা
  • শনিবার , ২৭ এপ্রিল ২০২৪ , রাত ০৯:০৭
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

সোনাতলায় সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে দলিল লেখক সমিতির মানববন্ধন।

রিপোর্টার : নুরে আলম সিদ্দিকী সবুজ
সোনাতলায় সাব-রেজিষ্ট্রারের অপসারণের দাবিতে দলিল লেখক সমিতির মানববন্ধন। প্রিন্ট ভিউ

নুরে আলম সিদ্দিকী সবুজ, সোনাতলা(বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার সোনাতলায় সাব-রেজিষ্ট্রার অফিসার নুসরাত জাহান এর বিরুদ্ধে

ঘুষ নেয়াসহ নানা অনিয়মের অভিযোগ তুলে প্রতিবাদ সভা,মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা দলিল লেখক সমিতি। এ উপলক্ষে ১১ অক্টোবর সকালে সমিতি অফিসে দলিল লেখক মো. সামছুদ্দিন সবুজ এর সভাপতিত্বে ও তৌহিদুল ইসলাম  মিলনের সঞ্চালনায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এতে দ্রুত সাব-রেজিষ্ট্রারের অপসারণ চেয়ে বক্তব্য দেন দলিল লেখক নবীন আনোয়ার কমরেড,মোমিনুল ইসলাম মিঠু,জাহিদ হাসান প্রমুখ।

এরপর দুপুরে সমিতির সদস‍্যরা উপজেলা চত্তরে রাস্তার উপর মানববন্ধন কর্মসুচী পালন করেন। মানববন্ধনে ভুক্তভোগি এলাকাবাসীরাও অংশগ্রহন করেন। এ সময় এলাকাবাসীর পক্ষে বক্তব্য দেন উপজেলা আ'লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম‍্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলম বুলু ও সাবেক উপজেলা আল:লীগের সহসভাপতি ও সাবেক প‍্যানেল মেয়র তাহেরুল ইসলাম তাহের। মানববন্ধন শেষে সমিতির সদস‍্যরা ও এলাকাবাসী বিক্ষোভ মিছিল বের করে উপজেলা সদরের প্রধান  প্রধান সড়ক প্রদক্ষিন করে। এরপর উপজেলা নির্বাহী অফিসার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়।

জাতীয়

আরও পড়ুন