• ঢাকা
  • রবিবার , ১৯ মে ২০২৪ , সকাল ১০:২২
ব্রেকিং নিউজ
হোম / সারাদেশ

এবার মাটিদস্যু দমনে মাদলা-চাঁচাইতারায় ভ্রাম্যমান আদালতের অভিযান

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
এবার মাটিদস্যু দমনে মাদলা-চাঁচাইতারায় ভ্রাম্যমান আদালতের অভিযান প্রিন্ট ভিউ

জুয়েল রানা,বগুড়াঃ

৩০ এপ্রিল, আনুমানিক বিকাল সাড়ে ৩টার দিকে এলাকাবাসীর অভিযোগ ও তথ্যের ভিত্তিতে শাজাহানপুর উপজেলার মাদলা ইউনিয়নের, চাঁচাইতরা এলাকায় ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম। 

অভিযানে ঘটনাস্থলে অবৈধভাবে নতুন করে মাটি কাটার আলামত পাওয়া যায়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে অপরাধীরা আগেই পালিয়ে যায়।

ঘটনাস্থলে মাটি কাটার ফলে পাশে সরকারি মূল রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে মর্মে প্রতীয়মান হয়েছে ফলে জমির দাগ, খতিয়ান ও তফশিল মোতাবেক জমির মালিককে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করার জন্য মাদলা ইউনিয়ন ভূমি অফিসের নায়েব সাহেবকে নির্দেশ প্রদান করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম।

অভিযানে সার্বিক ভাবে সহযোগিতা করে শাজাহানপুর থানা পুলিশ, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা।

উল্লেখ্য, এর আগে গত ২৯ এপ্রিল রাতের আঁধারে উপজেলার অন্য একটি এলাকায় মাটিদস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে সহকারী কমিশনার জান্নাতুল নাঈমের নেতৃত্বের ভ্রাম্যমান আদালতের একটি টিম।

আইন আদালত

আরও পড়ুন