• ঢাকা
  • সোমবার , ৬ মে ২০২৪ , রাত ০৯:১২
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

আলু রোপণে কৃষকের ব্যাস্ততা, লক্ষ্যমাত্রা প্রায় ৯০০০হেক্টর

রিপোর্টার : ফাহাদ মোল্লা
আলু রোপণে কৃষকের ব্যাস্ততা, লক্ষ্যমাত্রা প্রায় ৯০০০হেক্টর প্রিন্ট ভিউ

 ফাহাদ মোল্লা 

মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায়  আলু রোপন নিয়ে ব্যস্ত সময় পার করছেন উপজেলার কৃষকরা জানা যায় এ বছর আলুর ন্যায্য মূল্য পাওয়ায় আলুর রুপন বেশি হওয়ার সম্ভাবনা বেশি। গত বছরের চেয়ে এবছর  সারের দাম বৃদ্ধি, এবং লেবার খরচ বৃদ্ধি,তবে কৃষকরা লাভের আশায় এ বছর  লক্ষ্যমাত্রা চেয়ে বেশি আলু রোপন করবে ধারণা করা হচ্ছে। সর জমিনে গিয়ে দেখা যায় টঙ্গীবাড়ী উপজেলা ধীপুর ইউনিয়নের মটুকপুর বিলে আনাচে-কানাচে আলু রোপন করা ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, স্থানীয় কৃষক শাহাবুদ্দিন তালুকদার জানান গত বছরের চেয়ে এ বছর আলু রোপন বেশি হবে গত বছর আলু রোপন করে আমরা বেশ লাভবান হয়েছি

তাই এ বছর আল্লাহ যদি বাঁচিয়ে রাখে তাহলে গত বছরের চেয়ে বেশি আলু রোপন করব। 


উপজেলা কৃষি কর্মকর্তা জয়নাল তালুকদার বলেন,  চলতি মৌসুমে উপজেলার ১৩টি ইউনিয়নে ৯০০০ হেক্টর জমিতে আলু  রোপন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ।তবে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি চলতি মাসের ৬ তারিখে  আবহাওয়া অফিস থেকে ঝড়ের পূর্বাভাস  দিয়েছে ওইটা লক্ষ্য করে ৭ তারিখের পরে যেন কৃষকরা আলু রোপন  করে। সরিষা বোরো ধান যাতে বেশি করে রোপন করে তাহলে এমনিতেই আলুর রোপন কম হবে এতে করে কৃষকরা ন্যায্য মূল্য পাবে,  তবে মাঠ পর্যায়ে শাক-সবজি রোপনের ওপর কৃষকদের পরামর্শ দিয়ে আমরা সহযোগিতা করে আসছি। যাঁরা বসতবাড়িতে শাক-সবজি রুপন করেন, তাঁদেরকে আমরা সার, বীজসহ আনুষঙ্গিক সহযোগিতা দিচ্ছি। টঙ্গীবাড়ি উপজেলার কৃষকদের দাবি, সরকারের কাছে, কিছু কিছু ব্যবসায়ী আছে ,রাজশাহী থেকে কম দামে আলু এনে হিমাগার ভরে ফেলে এর কারনে আমাদের টঙ্গীবাড়ির কৃষকরা ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছে।

সারাদেশ

আরও পড়ুন