• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , রাত ১২:১৪
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহবান

রিপোর্টার : মোশাররফ হোসেন
প্রিজাইডিং কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার আহবান প্রিন্ট ভিউ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:

ভোট গ্রহণকারী কর্মকর্তাদের কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটারগণ যেন নির্ভয়ে সুষ্ঠভাবে ভোট দিতে পারে সে জন্য  নিরপেক্ষ থাকার আহবান জানিয়েছেন। শনিবার ৩০ ডিসেম্বর  কুড়িগ্রামের রাজারহাট উপজেলার পাইলট উচ্চ বিদ্যালয়ে আব্দুল্লাহ সোহরাওয়ার্দী অডিটরিয়ামে ভোট গ্রহণ কর্মকর্তা গণের দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী দিনের অনুষ্ঠানে তিনি একথা বলেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  কুড়িগ্রাম পুলিশ সুপার  আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার কুড়িগ্রাম সার্কেল এ কে এম ওয়াহেদুন্নবী, রাজারহাট উপজেলা নির্বাহী অফিসার কাবেরী রায়, সহকারী কমিশনার (ভূমি) এ বি এম আরিফুল হক, জেলা নির্বাচন অফিসার মোঃ জিলহাজ উদ্দিন, রাজারহাট থানার অফিসার ইন-চার্জ  মোঃ মোস্তাফিজুর রহমান প্রমুখ।

প্রশিক্ষণে ৭টি ইউনিয়নে ভোট গ্রহণের জন্য ৭০ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৩৬৫ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং ৭৩০  জন পুলিং অফিসার  অংশগ্রহণ করেন।  

নির্বাচন

আরও পড়ুন