• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , সকাল ০৯:৫৪
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ফরিদপুরেনলোমহর্ষ হত্যাকাণ্ড গ্রেফতার ১

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ফরিদপুরেনলোমহর্ষ  হত্যাকাণ্ড গ্রেফতার ১ প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আব্দুস সালাম মোল্লা :

ফরিদপুরে গত ২৭শে জানুয়ারি সকাল ৭:৩০ ঘটায় গোয়ালচামট নতুন বাস স্ট্যান্ড গোল্ডেন লাইন কাউন্টারের পূর্ব দিকে  ঢাকা-বরিশাল  মহাসড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় ১টি লাগেজ পুলিশ উদ্ধার করে। পরবর্তীতে  পুলিশ লাগেজ ভেঙ্গে অজ্ঞাত নামে একটি লাশ উদ্ধার করে । 

পুলিশ লাশ তদন্তে ঘটনা উদঘাটনের জন্য কোতোয়ালি থানার এস আই শামীম বাদী হয়ে অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে একটি এফ আই আর নাম্বার ৪৪ তারিখ২৮/১/ ২০২৪ধারা ৩০২,২০১,৩৪,পেনাল কোড অনুযায়ী মামলা রজ্জু করা হয়।

বিভিন্ন পত্রপত্রিকা ও মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয় পুলিশ সুপার মো: মোর'শেদ পিপিএম,সহফরিদপুর জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জোরালো ভূমিকা রেখে ৭২ ঘন্টায় মধ্যে রাজবাড়ী জেলার গয়ালন্দ থানাধীন পতিতা পল্লী জৈনক রুবেল মাতুব্বর এর বাড়ির দ্বিতীয় তলার ভাড়াটিয়া রোজিনার বাড়িতে অভিযান পরিচালনা করা হয়,

ঘটনার পর হতে রোজিনা পলাতক ছিল,পুলিশ  পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় রোজিনা কে

 গত ৩০-১-২০২৪ খ্রি:রাত ০৩.০০ ঘটিকার সময় ডিএমপির কদমতলী থানাধীন জুরাইন  থেকে জৈনক মো: দেওয়ান বাড়ীর ৬ তলা থেকে  গ্রেফতার করা হয়।

আসামিপুলিশের নিকট  আরো জানায়, অত্র মামলার   ডিসেন্ট মিলন প্রামাণিক এর বাড়ি পাবনার সদর হলেও বিভিন্ন ইটভাটায় কাজ করতো বিভিন্ন সময় যৌনপর্ল্লীতে আসতো  বলে তথ্য উদঘাটন করেছেে পুলিশ।২৬/১/২৪ইংমিলন প্রামানিক ওই যৌনপল্লীতে রাত্রিযাপন করতও২৭/১/২৪রাত দুইটায় টাকা নিয়ে কথা কাটি ঝগড়া বিবাদ হয। একপর্যায়ে ডিসেন্ট  আসামির মাকে তুলে অশালীন ভাষা গালিগালাজ দিলে আসামি ক্ষিপ্ত হয়ে  পরিহিত  ওড়না   দ্বারা পেচিয়ে  আসামিকে হত্যা করে। 

ডিসেন্ট এর মৃত্যু নিশ্চিত হলে তাকে খাট থেকে নামিয়ে কালো রঙ্গের একটি কম্বল একটি সাদা লাল বেগুনি রঙের বড় বেডশীটএকই রঙেরতিনটি বালিশের কভারদারা মোড়াইয়া ঘরে লাগজের ভিতরে রাখে। 

পরবর্তীতে ৬.৩০মিনিটে ৬০০টাকায় লাশ ভর্তি লাগেজটি রিকশাযোগে গোয়ালন্দ যায়। গোয়ালন্দ থেকে  ফরিদপুর গোয়ালচামট গোল্ডেন লাইন কাউন্টারের পূর্ব পাশে  কৌশলে নাস্তা খাওয়ার কথা বলে লাগেজটি  রেখে পালিয়ে যায়। 

সুশীল সমাজ এ জঘন্য কর্মকান্ডে  জড়িতোদের  বিরুদ্ধে কঠিন শাস্তি দাবী করছে।   

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন