• ঢাকা
  • সোমবার , ৬ মে ২০২৪ , সন্ধ্যা ০৬:৪৬
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

রাজারহাটে সাংবাদিক নির্যাতন করার অভিযোগে- থানায় মামলা।

রিপোর্টার : মোশাররফ হোসেন
রাজারহাটে সাংবাদিক নির্যাতন করার অভিযোগে- থানায় মামলা। প্রিন্ট ভিউ

মোশাররফ হোসেন  রাজারহাট (কুড়িগ্রাম):

কুড়িগ্রামের রাজারহাটে এক সাংবাদিককে মোবাইলে ডেকে ৩ঘন্টা আটকে রেখে নির্যাতন করার অভিযোগ পাওয়া গেছে। উক্ত নির্যাতনের ঘটনায় রাজারহাট থানায় একটি মামলা দায়ের হয়েছে।

ঘটনাটি ঘটেছে, গত শনিবার ১৫অক্টোবর রাত আনুমানিক  সাড়ে ১০টার দিকে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের কাশেম বাজারের একটি চায়ের দোকানে।  সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রকাশ পেলে প্রেসক্লাব রাজারহাটের সভাপতি এস এ বাবলু ও সাধারণ সম্পাক রফিকুল ইসলামসহ সকল সাংবাদিকরা নিন্দা জ্ঞাপন করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি দাবী করেছেন। অভিযোগে জানা যায়, সম্প্রতি উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের ভীমশর্মা জামে মসজিদের দান বাক্সের তালা ভেঙ্গে টাকা চুরি হয়। এ ঘটনায় রাজারহাট মডেল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক ভোরের দর্পন পত্রিকার রাজারহাট উপজেলা প্রতিনিধি ইব্রাহিম আলম সবুজ সমাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক টাইম লাইনে একটি সংবাদ প্রকাশ করে। এরই জের ধরে ইব্রাহিম আলম সবুজকে গত শনিবার ১৫ অক্টোবর রাত সাড়ে ১০টায় আল আমিন নামে এক যুবক মুঠোফোনের মাধ্যমে তাকে ডেকে নিয়ে কাশেম বাজারের সোহাগ আলীর চায়ের দোকানে প্রায় ৩ ঘন্টা অবরুদ্ধ করে অকথ্য অশ্লীল ভাষায় গালি-গালাজ করেন। এতে ওই সাংবাদিক ইব্রাহিম আলম সবুজ প্রতিবাদ করলে আল আমিন ও তার লোকজন ২০ হাজার টাকা চাঁদা দাবী করে। পরে চাঁদা দিতে অস্বীকার করলে তাকে মারপিট করে গলাটিপে হত্যা চেষ্টা করে। তাঁর আত্মচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসায় দূর্বৃত্তরা তাকে মেরে ফেলার হুমকি দিয়ে বিরদর্পে চলে যান। 

নির্যাতনের শিকার সাংবাদিক ইব্রাহিম আলম সবুজ বাদী হয়ে ঘড়িয়ালডাঙ্গা ইউপির মুশরুৎ নাখেন্দা গ্রামের উমর আলীর ছেলে মোঃ আল-আমিন (৪৫) কে প্রধান আসামি করে সূর্য মিয়ার ছেলে আরিফ (৩৪), মনসের আলীর ছেলে আতিকুল ইসলাম (৩৮), মোকছেদ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন (৪২) ও মৃত মতিয়ার রহমানের ছেলে আমিনুল ইসলাম আমিন (৪০) এর বিরুদ্ধে গত বুধবার ১৮অক্টোবর রাতে রাজারহাট থানায় ০৬/২৩ নম্বরে একটি মামলা দায়ের হয়েছে। 

এ ঘটনায় উপজেলার  বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া সাংবাদিকরা নিন্দা জ্ঞাপন করে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি করেন। 

এ বিষয়ে রাজারহাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল্লাহিল জামান আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আশ্বাস দিয়েছেন।

আইন আদালত

আরও পড়ুন