• ঢাকা
  • সোমবার , ৬ মে ২০২৪ , রাত ১১:৩৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ভূঞাপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে ৬ মাসের বাধ্যতামূলক ছুটি

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অধ্যক্ষকে ৬ মাসের বাধ্যতামূলক ছুটি প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল, ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: 

 টাঙ্গাইলে ভূঞাপুরে অনিয়ম, দুর্নীতির ও ছুটি না নিয়ে বিদেশ ভ্রমণের অভিযোগে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষকে ৬ মাসের বাধ্যতামূলক ছুটি দিয়েছে কলেজ গভর্নিং বডি। সেই সাথে আগামী ১০ দিনের মধ্যে অধ্যক্ষকে লিখিত জবাব দিতে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

শনিবার (৩১) ডিসেম্বর লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাছান আলীকে ৬ মাসের বাধ্যতামূলক ছুটি প্রদান করেন কলেজ গভর্নিং বডির সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল)। একই সাথে কলেজের উপাধ্যক্ষ গোলাম রব্বানীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব প্রদান করা হয়। অধ্যক্ষকে দেয়া কারণ দর্শানো চিঠিতে বলা হয়েছে লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হাছান আলী এইচ.এস.সি পরীক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্তি অর্থ আদায় করেছেন । এছাড়া গেল জুন মাসে কলেজের বিভিন্ন প্রজাতির ৭ টি গাছ কেটে বিক্রি করেন। সেই বিক্রির কিছু টাকা কলেজে জমা দিয়ে বাকি টাকা আত্মসাৎ করেছেন। এছাড়া বিনা ছুটিতে কলেজের কোন শিক্ষককে দায়িত্ব বুঝিয়ে না দিয়ে গত ১৬ ডিসেম্বর দিবাগত রাতে তিনি ভরত ভ্রমণে যান। পরবর্তীতে তিনি ২৮ তারিখ কলেজে যোগদান করেন।

এর আগে কলেজের গাছ বিক্রি, শিক্ষক-কর্মচারী নিয়োগের অনিয়ম, ভর্তিতে অতিরিক্ত ফি আদাই এ-র অভিযোগ শিরোনামে দৈনিক সময়ের কাগজসহ বিভিন্ন গণমাধ্যমে একের পর এক সংবাদ প্রকাশিত হয়। এসব ঘটনায় গত ২৮ ডিসেম্বর গভর্নিং বডির জরুরী সবায় ১০ কর্মদিবসের মধ্যে কারণ দর্শানোর লিখিতভাবে জবাব দিতে বলা হয়েছে চিঠিতে। এর আগে ঘটনাগুলোর তদন্তের জন্য গভর্নিং বডির ডিজির প্রতিনিধিকে আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছিল কলেজ পরিচালনা পরিষদ। 

 তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পর্কে জানতে চাইলে অধ্যক্ষ মো. হাছান আলী অভিযোগগুলো অস্বীকার করে বলেন এসব অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আর বাধ্যতামূলক ছুটি বলতে কিছু নেই। কারণ দর্শানোর চিঠি পেয়েছি সময়মত জবাব দেয়া হবে।

লোকমান ফকির মহিলা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি খন্দকার মশিউজ্জামান রোমেল

জানান, অধ্যক্ষ হাছান আলীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ উঠায় ৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছিল। সেই কমিটি তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে গত ২৮ ডিসেম্বর  জরুরী সভা অনুষ্ঠিত হয়। সেই সভাতে অধ্যক্ষকে ৬ মাসের বাধ্যতামূলক ছুটি প্রদান করা হয়েছে। সেই সাথে ১০ কর্মদিবসের মধ্যে অধ্যক্ষকে জবাব দিতে বলা হয়েছে। 

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন