• ঢাকা
  • সোমবার , ৬ মে ২০২৪ , রাত ০৮:২৯
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

কুড়িগ্রামে ডাঃ আনিস ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ কম্বল বিতরণ

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে ডাঃ আনিস ফাউন্ডেশনের উদ্যোগে ২০০ কম্বল বিতরণ প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:

তীব্র শীত, কুয়াশা এবং শৈত্যপ্রবাহে কুড়িগ্রামের জনজীবন বিপর্যস্ত। কয়েকদিন দেখা মিলছে না সূর্যের। সবচেয়ে নাজুক অবস্থা গরীব এবং অসহায় মানুষগুলোর। ঠান্ডায় জবুথবু এই সাধারন মানুষের কঠিন বিপদে পাশে দাড়িয়েছেন কুড়িগ্রামের স্বনামধন্য মানবিক চিকিৎসক ডা: জি. এম. আরিফ। কুড়িগ্রাম শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত সেন্ট্রাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিষ্ঠাতা মরহুম ডা: আনিস ফাউন্ডেশন এর প্রধান সমন্বয়ক ডা: জি. এম. আরিফ এর সৌজন্যে পৌর এলাকার ২০০টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন মরহুম আলহাজ্ব ডা: আনিছুর রহমানের সহধর্মিণী মোছা: ফাতেমা পারভীন, ডা: আরিফের সহধর্মিণী ডা: সামান্তা শেফিন রীমাসহ তার পরিবারবর্গ ও সেন্ট্রাল ক্লিনিক পরিবারের সকলেই। ডা: জি. এম. আরিফ আর্ত মানবতার সেবায় নিজেকে সবসময় বিলিয়ে দিয়েছেন । বিগত করোনাকালীন সময় চিকিৎসক ও সমাজসেবক হিসেবে সাধারণ মানুষের কাছে তার যথেষ্ট উপস্থিতি লক্ষ্যনীয় ছিল।

তিনি সবসময় চেষ্টা করে যান সাধ্যমত অসহায় ও গরীব মানুষের পাশে থাকতে। কম্বল নিতে আসা গরীব ও অসহায় মানুষগুলো খুবই আনন্দিত। কম্বল নিতে আসা উপস্থিত কয়েকজন বলেন ডাক্টার ”আরিফ হামার পাশে সবসময় থাকে, হামরা যেকোনো ব্যাপারে তার কাছত আসলে হামাক খালি হাতে ফেরায় না” আল্লাহ তার ভালো করবে।

এদিকে ডা: আরিফ জানান, সাধারণ মানুষের জন্য আমার ভালোবাসা সবসময়ই থাকবে। আমি আমার সাধ্যমতো তাদের যেকোনো প্রয়োজনে পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

সারাদেশ

শীত

মানবিক পোস্ট

আরও পড়ুন