• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , ভোর ০৫:৫২
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

কুড়িগ্রামে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
কুড়িগ্রামে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত প্রিন্ট ভিউ

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম প্রতিনিধি:-

আজ ১৫ এপ্রিল ২০২৪  সকাল ১১.০০ ঘটিকায় কুড়িগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা কমিটির সভায় গত পবিত্র মাহে রমজান, ঈদ-উল-ফিতর ও পহেলা বৈশাখে কুড়িগ্রাম জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় পুলিশ ও প্রশাসনকে ধন্যবাদ জানান সম্মানিত সদস্যরা। সেই সাথে আগামীতে নান্দনিক কুড়িগ্রাম গড়তেও বেশকিছু বিষয়ে আলোচনা হয়। 

কুড়িগ্রাম জেলার  জেলা প্রশাসক জনাব মোহাম্মদ সাইদুল আরীফের সভাপতিত্বে মাসিক আইন-শৃঙ্খলা কমিটির  সভায়  উপস্থিত ছিলেন কুড়িগ্রাম-২ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ হামিদুল হক খন্দকার, কুড়িগ্রাম-৩ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব সৌমেন্দ্র প্রসাদ পান্ডে গবা, পুলিশ সুপার জনাব আল-আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, সিভিল সার্জন জনাব ডাঃ মোঃ মঞ্জুর-এ মুর্শেদ, পৌর মেয়র জনাব মোঃ কাজিউল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর জনাব মির্জা মোঃ নাসির উদ্দিন সহ  বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,  জনপ্রতিনিধি, উপজেলা নির্বাহী অফিসার, সেবাদান কারী প্রতিষ্ঠানের কর্মকর্তা উপস্থিত ছিলেন। 

জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় বক্তাগণ পবিত্র ঈদ-ঊল ফিতর ও নববর্ষে অত্র জেলায় কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটতে না দেয়ায় পুলিশ সদস্যদের ধন্যবাদ জানান।  মাদক-চোরাচালান রোধে সংশ্লিষ্ঠ  সকলকে কার্যকারী ভূমিকার কথা তুলে ধরেন। 

পুলিশ সুপার আল আসাদ মো: মাহফুজুল ইসলাম জানান ঈদ এবং নববর্ষে রাউন্ড দ্য ক্লোক পুলিশি নিরাপত্তা টহল, গোয়েন্দা নজরদারি, ট্রাফিক ব্যবস্থা, বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে পুলিশ সদস্যরা নিজের ও পরিবারের ঈদ আনন্দকে তুচ্ছ করে কুড়িগ্রামের সম্মানিত নাগরিকদের বৃহত্তর পরিবার ভেবে নির্মোহভাবে কঠোর পরিশ্রমের সাথে দায়িত্ব ও নিরাপত্তা নিশ্চিত করেছে। 

মাননীয় সংসদ সদস্যগণ কুড়িগ্রামে কৃষি বিশ্ববিদ্যালয়, সরকারি মেডিকেলের সেবার মান উন্নয়ন, তিস্তা প্রজেক্টের অগ্রগতি, ব্রক্ষ্মপুত্র ব্রীজের অগ্রগতি জানান, ধরলা পাড়ে প্রস্তাবিত ইপিজেড নির্মানে সকলের সহযোগীতা কামনা করেন এবং  সভায় উপস্থিত বক্তাগণ কুড়িগ্রামে রেলের উন্নয়ন, বাস টার্মিনালের সম্প্রসারন, সোনাহাট স্থলবন্দরে ইমিগ্রেশন চালু, রৌমারী ঘাটে ফেরি চালু সহ বিভিন্ন কার্যকরী পদক্ষেপ সমূহ তুলে ধরেন। 

সকলই সম্মিলিত সহযোগিতায় অপার সম্ভাবনার কুড়িগ্রামকে আরো অনেকদূর এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সারাদেশ

আরও পড়ুন