• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , রাত ০১:০৮
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

বোয়ালমারীতে জরিমানার ৫০ হাজার টাকা দুই মেম্বারের পকেটে।

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
বোয়ালমারীতে জরিমানার ৫০ হাজার টাকা দুই মেম্বারের পকেটে। প্রিন্ট ভিউ

স্টাফ রিপোটার, আঃছালামঃ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রুপাপাত ইউনিয়নের  ৪  নং ওয়াডে'র মেম্বার মোঃ খোরশেদুল বারী ( টিটু) এবং ৩ নং ওয়াডের মেম্বার মোঃ আনিচ। গত ২৯শেঅক্টোবর   রাত ৯ টায় গ্রাম্য শালিশের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করে দুই মেম্বার সহ শালিশদাতা দের বিরুদ্ধে  অভিযোগ । জাগরদেউলী মাঝি পাড়া গ্রামে গত ৩ মাস ধরে শ্রীবাস মালোর, স্ত্রীর স্মৃতির সাথে একই পাড়ার যীতেন মালোর পুত্র জয়েন্ত মালো দীর্ঘ দিন যাবত পরোকিয়া সম্পর্ক গড়েতুলে,গত শনিবার রাত্র ১০ ঘটিকায় শ্রীবাসের হাতেনাতে ধরা পড়ে।পরবর্তী কালে স্থানীয়ভাবে শালিশ করে ৩ও৪নং ওয়াডে'র মেম্বারসহ মোকবুল গাজী,কলু মুন্সি মিলে ১লক্ষ টাকার দাবি করেন। 

জয়েন্ত মালোর পরিবার আপিল করে ৫০হাজার টাকা দিতে বাধ্য হয়,৩ নংওয়াডে'র মেম্বর মোঃআনিচ এর  সংগে কথা বললে বলেন সাংবাদিকরা আসেন কেন মিডিয়ার লোক দেখলে আমার মাথা গরম হয়ে যায়,শালিশে কাগজ দেখানো যাবে না।আমি ৩ নং ওয়াডে'র যুগলীগের সাধারন সম্পাদক,এবং স্থানীও নেতাদের ভয় ভীতি  প্রদর্শন করে। শালিশে জরিমানা করার নিয়ম আছে, এব্যাপার রুপাপাত ইউনিয়নের চেয়ারম্যানের সঙ্গেমোবাইল কথা বলে জানা যায় এই মেয়েলী ব্যাপারে আমার কাছে অভিযোগ এসেছে আমি এদের মিমাংসা করে দিতে চেয়েছি, এর মাঝে কবে শালিশ হয়েছে আমি জানি না।এলাকা সূত্রে সাংবাদ পাওয়া  যায়, শ্রীবাস মালোর সাথে দীর্ঘ দিন ধরে জয়েন্তের ভালো সাথেবন্ধুত্ব  সম্পর্ক ছিলো,স্ত্রীদিয়ে ব্যবসা করেনএমনওমন্তব্য করেন কেউ কেউ  ।কারন  শ্রীবাস ঘরে থাকা সময়,রাতে জয়েন্ত আসা যাওয়া করে বলে শিকার করে শ্রীবাসের বড়  ভাই সুকুমার। এখন সাধারণ মানুষের মুখে এক কথা এই জরিমানার টাকা কে পাবে মেয়ে  না শালিশ দাতারাসেটাই দেখার বিষয়।

সারাদেশ

আরও পড়ুন