• ঢাকা
  • রবিবার , ১৯ মে ২০২৪ , সকাল ১১:২৪
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

ভুবনেশ্বর নদ থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে যুবককে জরিমানা

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
ভুবনেশ্বর  নদ থেকে মাটি কাটার দায়ে ভ্রাম্যমাণ আদালতে   যুবককে জরিমানা প্রিন্ট ভিউ

ফরিদপুর থেকে আব্দুস সালাম মোল্লা:

ফরিদপুরের চরভদ্রাসনের ভূবেনেশ্বর নদ থেকে শ্রমিক দিয়ে অবৈধভাবে মাটি কাটার দায়ে মো. তুষার (৩০) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালতে উপজেলার বিএস ডাঙ্গী গ্রামের সামশুল হকের ছেলে।বুধবার (১ মে) দুপুর ১টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন বিথী।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনাজ পারভীন বিথী বলেন, চরভদ্রাসন উপজেলার ভূবেনেশ্বর নদ হতে কয়েক ব্যক্তির অবৈধভাবে মাটি কাটার খবর পেয়ে ভূমি অপরাধ ও প্রতিরোধ আইনে এক ব্যক্তিকে জরিমানা করা হয়। মোবাইল কোর্টের অভিযান টের পেয়ে বাকিরা পালিয়ে যায়। সরকারি জায়গা হতে মাটি কাটা বন্ধে অভিযান অব্যাহত থাকবে বলেতিনি জানান ।

উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে অবৈধ ভাবে মাটি কাটা বন্ধের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সুশীল সমাজসাধুবাদ জানিয়েছেএবং অব্যাহত ভাবে এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা করে অবৈধভাবে ফসলের জমি বিনষ্ট করা ডেজার ভেকুদি মাটি কাটা কারীদের  বিরুদ্ধে  প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জোরালো ভাবে দাবি করছে।

সারাদেশ

আইন আদালত

আরও পড়ুন