• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , রাত ০২:০৩
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সোনাতলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করলেন নিরঞ্জন রায়।

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
সোনাতলায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রদান করলেন নিরঞ্জন রায়। প্রিন্ট ভিউ

মামুন বগুড়াঃ

হিন্দু সম্প্রদায় সনাতনধর্ম শারদীয় দূর্গা উৎসব উপলক্ষে সোনাতলা উপজেলায় প্রায় ৫০ টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরন করলেন উপজেলা পূজা উদযাপন পরিষদ এর সাধারণ সম্পাদক ও দিগদাইড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাবু নিরঞ্জন চন্দ্র রায়। 

গত তিনদিনে উপজেলার প্রায় সবগুলো পূজামণ্ডপের সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে নগদ অর্থ তুলে দেন এবং বক্তব্য প্রদান করেন।

 পূর্জা মণ্ডপ পরিদর্শনকালে তিনি বলেন,  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে সকল ধর্মের মানুষ নিরাপদ। তাঁর শাসনামলে সকল ধর্মের মানুষ শান্তিতে নিজেদের ধর্মীয় উৎসব পালন করতে পারে। যা বিগত বিএনপি-জামাত জোট সরকারের সময়ে কল্পনাও করা যেত না। তাই দেশ ও জনগণের স্বার্থে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকে বিপুল ভোটে জয়ী করে শেখ হাসিনা সরকারকে আবারও রাষ্ট্র ক্ষমতায় রাখতে হিন্দু সম্প্রদায়সহ সকলের প্রতি অনুরোধ জানান তিনি।

যানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের যেকোন ধর্মীয় উৎসবে তিনি অর্থ বিতরন করে থাকেন। এবার সরেজমিনে গিয়ে দেখা গেছে হিন্দু ধর্মীয় নিম্নবিত্ত পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গী উপহার দিয়েছেন। এবং ছোট বাচ্চা ও বিধবাদের হাতে ধর্মীয় ছেলামি দিয়েছেন।

পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন সমাজ সেবিকা সুখি রানী, সীমান্ত রায়, সত্যেন চন্দ্র রায়, আ'লীগ নেতা হাসান মাহমুদ সহ আরো অনেকে।

ধর্ম

আরও পড়ুন