• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , সকাল ০৮:০৬
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

ভূঞাপুরে বিজয় দিবসে বিএনপি শহীদ মিনারে ফুল দিতে যায়নি

রিপোর্টার : মোহাম্মদ সোহেল
ভূঞাপুরে বিজয় দিবসে বিএনপি শহীদ মিনারে ফুল দিতে যায়নি প্রিন্ট ভিউ

মোহাম্মদ সোহেল, ক্রাইম রিপোর্টার (টাঙ্গাইল)    

টাঙ্গাইলের ভূঞাপুরে যথাযোগ্য মর্যাদায় ৫২তম বিজয় দিবস উদযাপিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে দিন ব্যাপী অনুষ্ঠান মালার আয়োজন করা হয়। এতে উপজেলা বিএনপি ও অংগ সংগঠনের কেউ অংশগ্রহণ করেনি, এমনকি কেউ বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় নি। 

শনিবার (১৬ ডিসেম্বর) ভোর থেকে ভূঞাপুর উপজেলা পরিষদ চত্বরে স্থাপিত শহীদ বেধিতে মহান বিজয় দিবসে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, ও পেশাজীবি সংগঠনের নেতাকর্মী রেলি সহকারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে। সেখানে উপজেলা বিএনপি ও এর সংগঠনের কোনো নেতা কর্মীকে পরিষদ চত্বরের আশে পাশে দেখা যায়নি। 

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা বিএনপির এক নেতা বলেন স্বাধীনতার পর এই প্রথম বার কোন অনিবার্য কারণে বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রদর্শনসহ কোনো কর্মসূচিতে আমরা অংশগ্রহণ করতে পারিনাই।

 ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আহসান উল্লাহ বলেন বলেন, এটি জাতির জন্য একটি গৌরবান্বিত দিন, আজ শহীদের প্রতি শ্রদ্ধা জানানো সবার জন্য উন্মুক্ত কারো প্রতি নিষেধাজ্ঞা নাই।

সারাদেশ

আরও পড়ুন