• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , সকাল ০৮:০২
ব্রেকিং নিউজ
হোম / জাতীয়

চরভদ্রাসনপাইলট উচ্চ বিদ্যালয় প্লাটিনাম জুবলি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রিপোর্টার : আব্দুস সালাম
চরভদ্রাসনপাইলট উচ্চ বিদ্যালয় প্লাটিনাম জুবলি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। প্রিন্ট ভিউ

আব্দুস সালাম, স্টাফ রিপোর্টারঃ

ফরিদপুরজেলা চরভদ্রাসনপাইলট উচ্চ বিদ্যালয় প্লাটিনাম জুবলি পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। চরভদ্রাসন উচ্চ বিদ্যালয় আঙ্গিনায়২রা সেপ্টেম্বর সকাল সাড়ে ১১ ঘটিকায়।৭৫ তম  দিবস উপলক্ষে প্লাটিনাম জুবলি পালন উপলক্ষে  সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ফখরুদ্দিনআহমেদ ।সভা সঞ্চালনা করেন মোজাফফর হোসেন জাফর।

চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়টি ১৯৪৬সালে প্রতিষ্ঠিত হয়।চোরায় উৎরাই  পেরিয়ে সগৌড়বে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে।   বিদ্যালয়টির   শিক্ষকদের অক্লান্ত পরিশ্রমীএলাকার গণ্যমান্য ব্যক্তিদের পরিশ্রমে   বিভিন্ন মেধাবী ছাএ-ছাএী মেধাবিকশিত হয়েছে। হয়েছেন কেউ সচিব হয়েছেন কেউ শিক্ষক হয়েছেন কেউ ডাক্তার হয়েছেন কেউ ইঞ্জিনিয়ার।  হয়েছেন কেউ শিক্ষক।  হয়েছেন ব্যাংকার,বিভিন্ন রাজনীতিবিদ  বিভিন্ন পেশাজীবী। বিদ্যালয়টি আজও সরকারী করা হয়নি।  । ৭৫ তম দিবস উপলক্ষে"প্লাটিনাম জুবলি  "পালন  উপলক্ষেআয়োজিত প্রস্তুতি সভায় স্বাগত   বক্তব্য রাখেন, অত্রবিদ্যালয়ের সাবেক  প্রধান শিক্ষক  ও দীর্ঘদিনের আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মরহুম গঞ্জর আলী মোল্লার ছেলে যুবলীগ নেতা  আনোয়ার আলী মোল্লা, চরভদ্রাসন উপজেলা যুবলীগের সভাপতি মাহফুজুর রহমান মুরাদ, যুবলীগ নেতা শাজাহান মোল্লা, বিএনপির নেতা ফারুক হোসেন মৃধা,দোহার জয় পাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল খালেক, চরভদ্রাসন ইউনিয়ন  পরিষদের চেয়ারম্যান  আজাদ খান, বিএনপি'র নেতাসাবেক  উপজেলা চেয়ারম্যান এজিএম বাদল আমিন, চর ভদ্রাসন উপজেলা অগ্রানী ব্যাংকের  সাবেক ম্যানেজার  ইউনুস মোল্লা,অএ বিদ্যালয়ের সাবেক বিএসসির শিক্ষক  গৌড় চন্দ্র সাহা, সাবেক উপজেলা কৃষি ব্যাংকের   ম্যানেজার  আব্দুল ওহাব আকোন, সোনালী ব্যাংকের এসিস্ট্যান্ট ডেপুটি  ম্যানেজার আব্দুল ওহাব খান, সড়ক ও জনপদ বিভাগে  সাবেক জয়েন সেক্রেটারী মোশারফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।  আলোচনা সভার পূর্বে অদ্যবিদ্যালয় এর শিক্ষক কর্মচারী ছাত্র- ছাত্রী মৃত্যুতে রুহের শান্তির জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়। প্লাটিনাম জুবলি পালন উপলক্ষে তিনটি কমিটি গঠন করা হয়। একটি হলো স্থানীয়কমিট, আরেকটি ঢাকাস্থ্য  চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয় কমিটি, অন্যটি  হলো বৈদেশিক- চরভদ্রাসন  পাইলট উচ্চ বিদ্যালয়  কমিটি। রেজিস্ট্রেশন ফি ৬০০ টাকা প্লাটিনাম  জুবলি দিবস আগামী ৯ মাচ'অনুষ্ঠিত হবে। 

বক্তব্য রাখছেন সাবেক সড়ক ও জনপদ বিভাগের জয়েন সেক্রেটারি মোহাম্মদ মোশারফ হোসেন 

আলোচনাসভা

আরও পড়ুন