• ঢাকা
  • রবিবার , ১৯ মে ২০২৪ , বিকাল ০৫:৫০
ব্রেকিং নিউজ
হোম / রাজনীতি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
শেরপুরের ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস প্রিন্ট ভিউ

 রাকিবুল হাসান রাকিব ,শেরপুর প্রতিনিধিঃ

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায়,  আসন্ন ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ৮ই মে ২০২৪ইং, এ চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পূর্বাভাস পাওয়া যাচ্ছে।  ১। শ্রী বিশ্বজিৎ রায়, তাঁর মার্কা আনারস এবং অপর প্রার্থী ২।মোঃ ফারুক আহমেদ ফারুক,তাঁর মার্কা মোটরসাইকেল। 

সাধারণ ভোটারদের সাথে কথা বলে বিশ্বজিৎ সম্পর্কে জানা যায়। তিনি আওয়ামী লীগের উপজেলা কমিটির সাধারণ সম্পাদক, তিনি ছাত্রলীগ করছেন যুবলীগ করেছেন তিনি ৩৪ বছর যাবৎ  আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িয়ে আছেন,সেই সুবাদে নেতাকর্মীদের সাথে তার সম্পর্কের বিস্তৃতি অনেক, তাছাড়া তিনি ঝিনাইগাতি মহিলা কলেজের প্রভাষক। ধনাঢ্য পরিবারের ছেলে হিসাবে, তার দানের হাতও প্রশস্ত তাছাড়া তাঁর দাদা এবং পিতা অনেক সম্পত্তি স্কুল মসজিদের জন্য দান করেছেন। 

যা আজ ঝিনাইগাতীতে  অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। 

সর্বোপরি দীর্ঘকর্মী বহর থাকায় তাঁর নির্বাচনী মাঠ দাপানো কিংবা জমানো সহজতর  হয়েছে। 

অপরদিকে মোঃ ফারুক আহমেদ চেয়ারম্যান পদে যিনি লড়ছেন , মোটরসাইকেল মার্কায়।

তিনি একসময়ের তখোড় ছাত্রনেতা ছিলেন, ছিলেন ছাত্রলীগের উপজেলা কমিটির  সভাপতিও,। তিনি মাঝেমধ্যে অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ পদক্ষেপ নিতেন  যা তরুণদের দৃষ্টিগোচর হয়েছে এবং তিনি তরুণদের বিভিন্নভাবে উদ্বুদ্ধ করতে অত্যন্ত পারঙ্গম।

তিনি বিগত পঞ্চম উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লরেছেন এবং দ্বিতীয় অবস্থান ধরে রেখেছেন। অনেকদিন যাবত মাঠে ময়দানে জনসেবা করে যাচ্ছেন এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল্লাহেল  ওয়ারেজ নাঈম সাহেবের  আশীর্বাদপোষ্টও বটে। 

সব মিলিয়ে ভোটারদের মূল্যায়নে এই দুইজন এগিয়ে রয়েছেন নির্বাচনী মাঠে। 

ঝিনাইগাতী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে পাঁচজন প্রার্থী প্রতিযোগিতা করছেন তাদের মধ্যেআরো তিনজন প্রার্থী রয়েছেন। একজন প্রার্থী হচ্ছেন,  সদ্য বিএনপি থেকে বহিষ্কার হওয়া এক চেয়ারম্যান প্রার্থী, তার নাম আমিনুল ইসলাম বাদশা। তিনি লড়ছেন দোয়াত কলম মার্কা নিয়ে।তার অবস্থান আরো ভালো করতে হলে তাকে উপজেলা বিএনপির নেতাকর্মীদের মাঠে নামাতে হবে, চলমান নির্বাচন বর্জন আন্দোলনে বি এন পির  নেতা কর্মীরা মাঠে থাকবেন না বলে শোনা যাচ্ছে। 

অপরদিকে ঘোড়া মার্কা নিয়ে লড়ছেন এ কে এম ছামেদুল  হক, তিনি উপজেলা  জাসদের সাধারণ সম্পাদক। এবং আরেকজন প্রার্থী লড়ছেন কাপ পিরিস  মার্কা নিয়ে  তার নাম সরোয়ার বাহাদুর লাল । 

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে পুরুষ এবং নারী মোট  ১৯ জন  ভাইস চেয়ারম্যান প্রার্থী  প্রতিযোগিতা করছেন।

সারাদেশ

নির্বাচন

আরও পড়ুন