• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , রাত ১০:৩৯
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

সুশিক্ষায় শিক্ষিত হও, দেশ এগিয়েযাবে- জেলাপ্রশাসক কামরুল আহসান তালুকদার

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
সুশিক্ষায় শিক্ষিত হও, দেশ এগিয়েযাবে- জেলাপ্রশাসক কামরুল আহসান তালুকদার প্রিন্ট ভিউ

স্টাফ রিপোর্টার, আ:সালাম মোল্লাঃ

 শনিবার বিকাল৪টায়,ডা:মহসিন বেগের সভাপতিত্বে  আনোরা -মান্নান বেগ কলেজের নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত হয়। 

এ নবীন বরণও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুরের সুযোগ্য জেলা প্রশাসক কামরুল আহসান তালুকদার পিএএ, তিনি বলেন সুপ্রতিভা সম্পূন্ন' সুশিক্ষায় শিক্ষিত হও জীবনে সফলতা আসবে, শিক্ষার মান উন্নত করার জন্য সুশিক্ষার বিকল্প নেই, শিক্ষাজীবনে হেলায়- অবহেলা নাকরে শিক্ষার জন্য এসেছো শিক্ষার মত শিক্ষিত হও মানুষের মত মানুষ হওয়া মা -বাবার মুখ উজ্জ্বলওদেশের জন্য  কাজকরো। মানবিক ও শিক্ষাবান্দব সুযোগ্য জেলা প্রশাসক আরো বলেন,  এশিক্ষার প্রতিষ্ঠান থেকে একজনও যদি মানুষের মত মানুষ হয়, তবে এই শিক্ষা প্রতিষ্ঠানের সফলতা আসবে।নিজের শিক্ষায় নিজেই শিক্ষিত হতে হয়, শিক্ষকরাশুধু একজন  গার্ডিয়ান।

শিক্ষা প্রসারে জেলা প্রশাসকের অবদান বিভিন্ন বক্তারা তুলে ধরেন।জেলা প্রশাসকের শিক্ষার সু প্রসারে দুর্গম চরেস্কুলের ছাত্র-ছাত্রীদেরও শিক্ষকদের যাতায়াতে  বিভিন্ন নৌযানটলার প্রদানকে সুশীল সমাজএমহতী কাজে ওকর্মযজ্ঞওমানবিক গুণাবলীতে অভিবাদনওসাধুবাদ জানাচ্ছে। 

বিশেষ অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরঅতিরিক্ত পুলিশ সুপার (ফরিদপুরসদর-চরভদ্রাসন) সার্কেল মো:সালাউদ্দিন বলেন, মাদক একটি মরুণ ব্যাধি, এ মরণব্যাধি থেকে যুব সমাজকে সচেতন হতে হবে মাদক নির্মূলে,ওপুলিশ সুপার  মাদক নির্মূলে জিরো টলারেন্স অবলম্বন করছে । ও স্কুল কলেজে ছাত্রছাত্রীদের ইভটিজিংএরপ্রতিহত করতেপুলিশের সহযোগিতা নিন।আরওবিশেষ অতিথি ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মো: মেহেদী মোরশে'দ, প্রভাষক মোসলেম উদ্দিন, প্রভাষক ইছাক হোসেন,

প্রধান অতিথি ওবিশেষ অতিথিদের ক্রেস্ট প্রদান করে  সম্মানিত করা হয়। প্রধান অতিথি নতুন ছাত্র-ছাত্রীদের ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠান পালিত হয়। 

পরে মনোজ্ঞ  সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রোগ্রামটি শেষ হয়। 

সারাদেশ

আরও পড়ুন