• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , রাত ১০:০৯
ব্রেকিং নিউজ
হোম / তথ্যপ্রযুক্তি

পাটগ্রাম উপজেলা পরিষদ এর উদ্যোগে ফ্রি ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন

রিপোর্টার : নিজস্ব প্রতিবেদক
পাটগ্রাম উপজেলা পরিষদ এর উদ্যোগে ফ্রি ফ্রিল্যান্সিং ও কম্পিউটার প্রশিক্ষণের উদ্বোধন প্রিন্ট ভিউ

কামরান হাবিব,পাটগ্রাম প্রতিনিধিঃ

 উন্নত ও স্মার্ট পাটগ্রাম গড়ার লক্ষ্যে আত্মকর্মসংস্থান সৃষ্টি ও দক্ষ জনগোষ্ঠি তৈরীর জন্য  উপজেলা পরিষদ-এর উদ্যোগে সম্পূর্ন বিনামূল্যে ফ্রিল্যান্সিং এর বিভিন্ন কোর্স সহ কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, মোঃ রুহুল আমীন বাবুল।  উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল ইসলামের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন এমপি অডিটোরিয়ামে বিকাল ৩টায় উদ্বোধনী অনুষ্ঠানে  উপজেলা আওয়ামীলীগের সভাপতি,বাবু পূর্ণ চন্দ্র রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান  মোঃ মোফাজ্জল হোসেন লিপু সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। উল্লেখ্য প্রায় ১৫শ জন  আবেদনকারীর আবেদনের প্রেক্ষিতে ৪টি ভেন্যুতে পর্যায় ক্রমে সবাইকে  প্রশিক্ষণের আওতাভুক্ত করা হবে। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ রুহুল আমীন বাবুল বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে দিনরাত কাজ করে যাচ্ছেন বলেই আমরাও তার দিকনির্দেশনা অনুসরণ করে স্মার্ট নাগরিক গড়েতোলার লক্ষে তৃনমূল পর্যায়ে কাজ করে যাচ্ছি। আজকের উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের উপস্থিতি বলে দিচ্ছি এই অঞ্চলের যুবসমাজ কতোটা প্রস্তুত সুন্দর  আগামীর জন্য,আমরা এই প্রশিক্ষণের মাধ্যমে তরুণদের প্রযুক্তি নির্ভরশীল করে মাদকসহ সকল ধরনে অপরাধ ও অপকর্ম থেকে বিরত রেখে উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। এখন তরুণদের  সময় এসেছে নিজেদের কর্মদক্ষতার পরিচয় দেবার,আমি জানি তোমরা পারবে, তোমরাইতো আগামীর ভবিষ্যৎ। আমি সবসময় তোমাদের পাশে থেকে তোমাদের জীবনের উজ্জ্বল ভবিষ্যৎ এর সাক্ষী হতে চাই।তোমাদের সকলের সফলতা কামনা করছি।

সারাদেশ

তথ্য প্রযুক্তি

আরও পড়ুন