• ঢাকা
  • মঙ্গলবার , ৭ মে ২০২৪ , সন্ধ্যা ০৬:২১
ব্রেকিং নিউজ
হোম / অন্যান্য

চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়ন ৯ইউপি সদস্যদের২ বছরপূর্তি ও অনস্তাপত্রের ক্ষোভ

রিপোর্টার : আব্দুস সালাম মোল্লা
চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়ন ৯ইউপি সদস্যদের২ বছরপূর্তি ও অনস্তাপত্রের ক্ষোভ প্রিন্ট ভিউ

আব্দুস সালাম মোল্লা, স্টাফ রিপোর্টার:

ফরিদপুরের চরভদ্রাসন  উপজেলার ৪নং গাজীরটেক ইউনিয়ন পরিষদের

৯ ইউপি সদস্যদের ২ বছর পূর্তি অনুষ্ঠান ওঅনস্থাপত্রের বিষয়ে ২৭ডিসেম্বর২০২৩ বৃহস্পতিবার রাত ৮ টার সময় কেক কেটে এই অনুষ্ঠানটি সম্পন্ন হয়।চরভদ্রাসন উপজেলার গাজিরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের ইয়াকুবআলীর বিরুদ্ধে তারই৯ইউপি সদস্য বিভিন্ন অনিয়মও দুর্নীতি বিরুদ্ধে চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসার মেহেদী মুর্শেদের নিকট গাজীরটেক ইউনিয়ন পরিষদেরচেয়ারম্যান ইয়াকুব আলীর বিরুদ্ধে  নয় ইউপি সদস্যর অনাস্তা প্রস্তাব দীর্ঘদিন ধরে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ফাইল বন্দি থাকায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করা হয়। এ ব্যাপারে ব্যাপক বিভিন্ন পত্রিকায় ব্যাপক লেখালেখি  হলেওচরভদ্রাসনউপজেলা নির্বাহী অফিসার মেহেদী মোরর্শেদ কোন পদক্ষেপ নেয়নি। এ ব্যাপারে নয় ইপি সদস্য ক্ষোভ প্রকাশ করেন। এলাকাবাসী অনস্তাপত্রের  বিষয়ে জোরালো ভুমিকা নেওয়ার জন্য প্রশাসনেরনিকট জোর দাবি করছে। 

এ সময় উপস্থিত ছিলেন ৪ নং গাজিরটেক ইউনিয়ন পরিষদের ৯ ইউপি সদস্য

বশির মোল্লা,সরোয়ার হোসেন,কালাম মোল্লা,আঃ রউফ,মাছুদ রানা,ও মহিলা মেম্বার বিলকিস আক্তার,মনোয়ারা পারভীন,শারমিন সুলতানা।

সারাদেশ

আরও পড়ুন