প্রকাশিত : মঙ্গলবার , ৯ এপ্রিল ২০২৪ , দুপুর ১২:০৬।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১৯ মে ২০২৪ , সন্ধ্যা ০৭:৪৮

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানান- উপজেলা আওয়ামী লীগের সহ -সভাপতি ইঞ্জি. মেজবাউল হক জুলু


মামুন,বগুড়াঃ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বগুড়ার সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রথম শ্রেনীর ঠিকাদার, গরীব দুঃখি মেহনতি মানুষের আশার আলো এবং সৈয়দ পরিবারের উত্তরাধিকারী আলহাজ্ব ইঞ্জি. মেজবাউল হক জুলু। তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সোনাতলা উপজেলাবাসী সহ দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

সম্ভাব্য আসন্ন উপজেলা নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী মেজবাউল হক জুলু বলেন, ঈদুল ফিতর আমাদের মুসলমানদের জন্য অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনা ও সংযম পালনের পর অপার খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। দিনটি আমাদের মুসলিম উম্মাহর জন্য বিশাল আনন্দ ও খুশির দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে, গ্রামগঞ্জে, সারাবাংলায়, সারাবিশ্বে। শহরবাসী মানুষ শিকড়ের টানে ফিরে যান আপনজনের কাছে, মিলিত হন আত্মীয়-স্বজনের সঙ্গে। এ দিন সব শ্রেণি-পেশার মানুষ এক কাতারে শামিল হন এবং ঈদের আনন্দকে ভাগাভাগি করে নেন।

মানবতার ফেরিওয়ালা ও সমাজসেবক জুলু আরও বলেন, ঈদ সবার মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদুল ফিতরের অবিরাম ভালোবাসা সবার মাঝে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সমৃদ্ধ বাংলাদেশ এ প্রত্যাশা করি। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। এখানে হিংসা-বিদ্বেষ, হানাহানির কোনও স্থান নেই। মানবিক মূল্যবোধ, পারস্পরিক সহাবস্থান, পরমতসহিষ্ণুতা ও সাম্যসহ বিশ্বজনীন কল্যাণকে ইসলাম ধারণ করে। তাই ইসলামের এই সুমহান বার্তা ও আদর্শ সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। আসুন আমরা সবাই সকল মতভেদ ভুলে দেশ ও দেশের মানুষের জন্য কল্যাণময় রাজনীতি এগিয়ে নেই। দেশের সুবিধা বঞ্চিত এবং হতদরিদ্রদের প্রতি সহনশীল হই। বিশ্ব ভরে উঠুক শান্তি আর সৌহার্দ্যে-পবিত্র ঈদুর ফিতরে এ প্রত্যাশা করি।