প্রকাশিত : বৃহঃস্পতিবার , ২ নভেম্বর ২০২৩ , রাত ১০:৩৮।। প্রিন্ট এর তারিখঃ রবিবার , ১২ মে ২০২৪ , রাত ০৩:১৩

ভূঞাপুরে কৃষি প্রণোদনা বিতরণ উদ্বোধন।


মোহাম্মদ সোহেল, ডিবি প্রতিবেদক (টাঙ্গাইল)

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রান্তিক কৃষকদের  মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। 

বুধবার (১ নবেম্বর) দুপুরে ভূঞাপুর  কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে  উপজেলা পরিষদ চত্বরের উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ সদস্য ছোট মনির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান নার্গিস বেগম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আরিফুর রহমান সাবেক পৌর মেয়র আমিনুল ইসলাম তালুকদার বিদ্যুৎ।

উক্ত অনুষ্ঠানে  ২০২৩-২৪ রবি মৌসুমে গম, ভুট্টা, সরিষা, সূর্যমূখী, চিনাবাদাম, শীতকালীন পেঁয়াজ, মসুর ও খেসারী ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করার কার্যক্রম উদ্বোধন করা হয় । এতে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৫ হাজার ৯শ ৮০ জন কৃষকের মাঝে পর্যায়ক্রমে এ সার বীজ বিতরণ করা হবে।