প্রকাশিত : রবিবার , ১ অক্টোবর ২০২৩ , রাত ০৩:০৭।। প্রিন্ট এর তারিখঃ সোমবার , ১৩ মে ২০২৪ , রাত ১০:৩৯

বগুড়ার সারিয়াকান্দিতে বাড়িঘর ভাংচুর স্বর্ণালংকারসহ মোবাইল ছিনতাইয়ের অভিযোগ


মামুন বগুড়াঃ

বগুড়া সারিয়াকান্দি উপজেলার কাশাহার চরপাড়া গ্রামের মাসুদুর রহমানের স্ত্রী শাহনাজ বেগম (৫৫) অদ্যই সারিয়াকান্দি থানায় হাজির হয়ে ০৫জনের নামে বসতবাড়ী ভাংচুর ও মোবাইল ফোনসহ স্বর্ণালংকার ছিনতাইয়ের অভিযোগ করেন।অভিযোগ সূত্রে জানা যায় যে,জমি-জমা সংক্রান্তের জের ধরে প্রতিপক্ষের সাথে পূর্ব হতে ঝগড়া বিবাদ চলে আসছে। গত ২৬শে সেপ্টেম্বর সকাল অনুঃ ১১টার সময় বাদীর বসতবাড়ীতে এসে বিবাদীগণ তাকে ও তার স্বামীকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বাদী তা নিষেধ করলে তাকে ও তার স্বামীকে বেঁধে রেখে নিমার্ণকৃত টিনের বাড়ীঘরসহ সকল আসবাবপত্র ভাংচুর করে এবং ০২টি বাটন মোবাইল ফোন ও একই তারিখে বাদীর কলেজ পড়ুয়া মেয়ে ইয়াসমিন আক্তার (১৭) কলেজ থেকে বাড়ী ফেরার পথে মহিপুর কলোনী গ্রামের মোস্তাফিজুর রহমানের ছেলে বিবাদী ১.পলাশ (৪০),২.সেতু (৪৫) একই গ্রামের পলাশের স্ত্রী ৩.সাবিনা বেগম (৩০),মোস্তাফিজুর রহমানের স্ত্রী ৪.সামছুন নাহার পারুল (৫৫) এবং তোজাম্মেল হকের ছেলে ৫.অভি (৩০) সকলের থানা শেরপুর,জেলা বগুড়াগন বাদীর মেয়েকে অটোতে একা পেয়ে মুখ চেপে ধরে গলা থেকে ১২ আনা ওজনের স্বর্ণের চেইন এবং ০১টি স্মার্ট মোবাইল ফোন,তার কলেজের পরীক্ষার এডমিট কার্ড জোরপূর্বক কেড়ে নিয়ে এলোপাথারী ভাবে ২নং থেকে ৪নং বিবাদীরা চর থাপ্পর ও কিল ঘুষি মেরে মারপিট করে পালিয়ে চলে যায়। এবিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে,শাহনাজ বেগম বাদী ০৫জনের নামে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।